অনলাইন ডেস্ক
তেলেগু সিনেমার গানের ভিডিওকে ঘিরে দর্শকদের ঠোঁটের আগায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। ৬৪ বছরের নায়কের সঙ্গে উদ্দাম নাচ। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়। বাবার বয়সী নায়কের সঙ্গে এমন ‘অশ্লীল’ নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের নায়িকা? এমন প্রশ্ন তুলে নেটিজেনরা বিদ্রূপ করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
বলিউডের সিনেমায় এখন খুব একটা উর্বশীকে দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। তবে এবারে ‘ডাকু মহারাজ’ সিনেমার গানে তেলেগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে নাচের ভিডিও নিয়ে এসব মন্তব্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘এ কী দেখা যাচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তা-ও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? এমন জিনিয়াস কোরিওগ্রাফি নিয়ে যিনি আসুন না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত জঘন্য।’
উর্বশী নিজে এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সে নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের যাত্রা শুরু করেন উর্বশী। তাঁর পরবর্তী ক্যারিয়ারে সফল সিনেমা খুব একটা নেই। তবে তেলেগু সিনেমা ডাকু মহারাজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ জানুয়ারি সিনেমা হলে ডাকু মহারাজের মুক্তি পাওয়ার কথা।
Ninna #Peelings... Ippudu #DabidiDibidi...
— NEWS3PEOPLE (@news3people) January 2, 2025
Enti Shekar sir ee Choreography 😵💫😵💫😵💫#DaakuMaharaaj pic.twitter.com/pUMVuT179C
তেলেগু সিনেমার গানের ভিডিওকে ঘিরে দর্শকদের ঠোঁটের আগায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। ৬৪ বছরের নায়কের সঙ্গে উদ্দাম নাচ। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়। বাবার বয়সী নায়কের সঙ্গে এমন ‘অশ্লীল’ নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের নায়িকা? এমন প্রশ্ন তুলে নেটিজেনরা বিদ্রূপ করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
বলিউডের সিনেমায় এখন খুব একটা উর্বশীকে দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। তবে এবারে ‘ডাকু মহারাজ’ সিনেমার গানে তেলেগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে নাচের ভিডিও নিয়ে এসব মন্তব্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘এ কী দেখা যাচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তা-ও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? এমন জিনিয়াস কোরিওগ্রাফি নিয়ে যিনি আসুন না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত জঘন্য।’
উর্বশী নিজে এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সে নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের যাত্রা শুরু করেন উর্বশী। তাঁর পরবর্তী ক্যারিয়ারে সফল সিনেমা খুব একটা নেই। তবে তেলেগু সিনেমা ডাকু মহারাজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ জানুয়ারি সিনেমা হলে ডাকু মহারাজের মুক্তি পাওয়ার কথা।
Ninna #Peelings... Ippudu #DabidiDibidi...
— NEWS3PEOPLE (@news3people) January 2, 2025
Enti Shekar sir ee Choreography 😵💫😵💫😵💫#DaakuMaharaaj pic.twitter.com/pUMVuT179C
রোববার রাতে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র। রাজধানীর একটি হাসপাতালে জীবনের শেষ ১৪টি দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন তিনি। প্রিয়জনদের কাঁদিয়ে চলে গেলেন ওপারে। ১৯৪১ সালের ১৮ আগস্ট চাঁদপুরের নতুন বাজারের গুয়াখোলায় মামাবাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র।
১৭ ঘণ্টা আগেতাহসানের বিয়ে নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও তাঁর নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন—হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি।
১৭ ঘণ্টা আগেপ্রথমবার ওটিটি কনটেন্টে অভিনয় করলেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে দেখা যাবে তাঁদের অভিনয়। এই পর্ব দিয়েই শেষ হচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। চরকিতে প্রচারিত সিরিজটির গল্প রচনা করছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।
১৮ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট, এমিলিয়া পেরেজ ও শোগান—৮২তম গোল্ডেন গ্লোবসের মঞ্চে এ তিনটি নামই বারবার উচ্চারিত হলো। বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া শুরু হয়।
১৮ ঘণ্টা আগে