Ajker Patrika

‘ফেউ’ নিয়ে ফিরছেন চঞ্চল

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘ফেউ’ সিরিজে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
‘ফেউ’ সিরিজে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের পর কিছুটা আড়ালে রয়েছেন চঞ্চল চৌধুরী। আন্দোলন চলাকালে চঞ্চলের নীরবতা এবং পরে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সমালোচনা হয় তাঁকে নিয়ে। এরপর কোনো নতুন কাজের খবরে পাওয়া যায়নি চঞ্চলের নাম। এর মধ্যে নুহাশের ‘২ষ’ সিরিজে ‘অন্তরা’ পর্বে অতিথি চরিত্রে অভিনয় করলেও ওটিটি প্ল্যাটফর্ম তাঁকে আড়াল করেই চালিয়েছে প্রচার। অবশেষে আড়াল ভেঙে নতুন কাজ নিয়ে ফিরছেন চঞ্চল। ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে তাঁর অভিনীত সিরিজ ‘ফেউ’।

দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে হিন্দুধর্মাবলম্বীদের একটা অংশ আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গের মরিচঝাঁপিতে। একসময় শরণার্থীদের উচ্ছেদ করতে খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয়। ঘরে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া, নির্বিচারে মানুষ হত্যার ঘটনাও ঘটে। এই ইতিহাসের অনুপ্রেরণায় ফেউ বানিয়েছেন সুকর্ন সাহেদ ধীমান। এতে চঞ্চল অভিনয় করেছেন ফটোগ্রাফার সুনীল চরিত্রে। সিরিজটিতে ইতিহাসের একটা ছায়া রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। সেসব ঘটনার অনেক তথ্য সুনীল তার ক্যামেরায় ধরে রাখে বলে জানান অভিনেতা।

ফেউ সিরিজের শুটিং হয়েছে সুন্দরবনের গভীরে। সে অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল বলেন, ‘আমরা যখন শুটিং করেছি, তখন ছিল তীব্র ঠান্ডা। মাসখানেক সুন্দরবনে শুটিং হয়েছে। আমি ছিলাম ২০ দিনের বেশি। রাতে যখন লঞ্চে ঘুমাতাম, খুব ঠান্ডা লাগত। সকালে জানালা দিয়ে মুখ বের করলে কুমিরসহ বিভিন্ন পশুপাখি দেখা যেত। আমরা লঞ্চ থেকে শুটিং স্পটে যেতাম ছোট ট্রলারে। রাতেও শুটিং করতে হতো। খুব কঠিন পরিস্থিতি ছিল।’

ফেউ সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, রিজভি রিজু, এ কে আজাদ সেতু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত