বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতায় সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ। সংগীতে অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, চলচ্চিত্রে অভিনেত্রী জয়া আহসান এবং সাংবাদিকতায় সম্মাননা পাচ্ছেন যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ। ২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।
২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে আয়োজন করা হবে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ২০২৩ সালে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ওটিটিতে পারফরম্যান্সের ভিত্তিতে শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান। বিশেষ সম্মাননা দেওয়া হবে বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদকে।
এ বিষয়ে বেবী নাজনীন বলেন, ‘সম্মাননা প্রাপ্তি যেকোনো শিল্পীর জন্য গর্বের, আনন্দের। আমরা কোনো প্রতিবন্ধকতা চাই না। আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়।’
জয়া আহসান বলেন, ‘শিল্পের মূল্যায়নে যেকোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে। আমারও ভালো লাগছে। ধন্যবাদ সিজেএফবিকে।’
ফাহিম আহমেদ বলেন, ‘সাংবাদিক হিসেবে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া এই সম্মাননা আমার জন্য গর্ব ও আনন্দের।’
উল্লেখ্য, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন. অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। প্রতিষ্ঠার পর থেকে নানা কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর শিল্পীদের কর্মমূল্যায়নের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেয় সংগঠনটি।
সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতায় সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ। সংগীতে অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, চলচ্চিত্রে অভিনেত্রী জয়া আহসান এবং সাংবাদিকতায় সম্মাননা পাচ্ছেন যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ। ২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।
২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে আয়োজন করা হবে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ২০২৩ সালে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ওটিটিতে পারফরম্যান্সের ভিত্তিতে শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান। বিশেষ সম্মাননা দেওয়া হবে বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদকে।
এ বিষয়ে বেবী নাজনীন বলেন, ‘সম্মাননা প্রাপ্তি যেকোনো শিল্পীর জন্য গর্বের, আনন্দের। আমরা কোনো প্রতিবন্ধকতা চাই না। আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়।’
জয়া আহসান বলেন, ‘শিল্পের মূল্যায়নে যেকোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে। আমারও ভালো লাগছে। ধন্যবাদ সিজেএফবিকে।’
ফাহিম আহমেদ বলেন, ‘সাংবাদিক হিসেবে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া এই সম্মাননা আমার জন্য গর্ব ও আনন্দের।’
উল্লেখ্য, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন. অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। প্রতিষ্ঠার পর থেকে নানা কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর শিল্পীদের কর্মমূল্যায়নের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেয় সংগঠনটি।
দক্ষিণ ইন্ডাস্ট্রির গ্ল্যামার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যাঁর মিষ্টি হাসিতে ঘায়েল লাখো পুরুষ। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় থাকেন আলোচনায়। সম্প্রতি প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বিয়ে নিয়ে আবারও আলোচনায় এই অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেতারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।
৬ ঘণ্টা আগেজনপ্রিয় সিনেমার সিক্যুয়াল হিসেবে নয়, বরং সিনেমাকে ঘিরে দুই মৃত্যু, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা এবং তাঁর একদিনের কারাবাস নিয়ে তুমুল চর্চা চলছে। এসবের মধ্যে বক্স অফিস কাঁপিয়ে চলছে ‘পুষ্পা ২’। মাত্র ১৬ দিনেই আয় হাজার কোটি রুপি ছাড়িয়েছে সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, ‘পুষ্
৯ ঘণ্টা আগে২৮ ডিসেম্বর ২০২৪ থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হল নাটক মঞ্চায়নের জন্য উন্মুক্ত করা হবে। সেই সঙ্গে নতুন নাম দেওয়া হচ্ছে শিল্পকলার সাতটি মিলনায়তনের। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে প্রদর্শিত স্ট্যান্ডআপ কমেডি অনুষ্
১২ ঘণ্টা আগে