Ajker Patrika

তুরস্কে যে কারণে নিষিদ্ধ হলো ড্যানিয়েল ক্রেইগের সিনেমা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৩: ৫১
হলিউড স্টার ড্যানিয়েল ক্রেগ। ছবি: সংগৃহীত
হলিউড স্টার ড্যানিয়েল ক্রেগ। ছবি: সংগৃহীত

তুরস্কে হলিউড তারকা ড্যানিয়েল ক্রেইগ অভিনীত ‘ক্যুয়ের’ সিনেমা নিষিদ্ধ করা হয়েছে। এর প্রতিবাদে ইস্তাম্বুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে না স্ট্রিমিং সার্ভিস ‘মুবি’। ‘সমকামী’ বা ‘গে’ মানুষের প্রেমের সম্পর্কের গল্পে নির্মিত এই সিনেমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তুর্কি সরকার।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যুয়ের চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল মুবি ফেস্ট। ইতালীয় নির্মাতা লুকা গুয়াদাগ্নিনো পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ, ওমর অ্যাপোলো এবং ড্রু স্টার্কি।

সিনেমাটি মার্কিন লেখক উইলিয়াম এস বারোজের দ্বিতীয় উপন্যাস অবলম্বনে নির্মিত। উপন্যাসের উইলিয়াম লি’র চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। যিনি একজন মেক্সিকোর অভিবাসী হিসেবে কিছু সময়ের জন্য চাকরি ও রাষ্ট্রীয় সুযোগ–সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সিনেমায় স্টার্কি নামের একটি চরিত্র তাঁর প্রতি আকর্ষণ বোধ করেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নেন।

ক্যুয়ের ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। প্রদর্শনী শেষে হলরুমে ৯ মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি পেয়েছিল এই সিনেমা।

সিনেমা সম্প্রচার প্ল্যাটফর্ম মুবি জানিয়েছে, শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ক্যুয়ের সিনেমাটিকে ‘প্ররোচনামূলক বিষয়বস্তু’ আখ্যা দিয়ে ‘সমাজের শান্তির জন্য বিপজ্জনক’ উল্লেখ করে প্রদর্শনী নিষিদ্ধ করে ইস্তাম্বুলের কাদিকোয়ে পৌরসভা প্রশাসন। তারা এই সিদ্ধান্ত তুর্কি ভাষার ইনস্টাগ্রামে পোস্ট করেছে।

মুবি থেকে বলা হয়, প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত শিল্প সৃষ্টি এবং প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করেছে। এই উৎসবগুলো এমন স্থান যেখানে শিল্প এবং সাংস্কৃতিক বৈচিত্র্যগুলোকে সম্মান ও উদ্‌যাপন করা হয়। এই নিষেধাজ্ঞা শুধু একটি সিনেমাকে নয় বরং পুরো উৎসবের অর্থ এবং উদ্দেশ্যকে কেড়ে নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত