বিনোদন প্রতিবেদক, ঢাকা
রূপকথার গল্পে টেলিফিল্ম নির্মাণ করলেন অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান। আসন্ন ঈদে বিটিভিতে প্রচারিত হবে টেলিফিল্মটি। বিটিভির প্রযোজনায় নির্মিত টেলিফিল্মটির নাম ‘জলপরী’। এরই মাঝে শুটিংও শেষ করেছেন নির্মাতা।
সোহেল আরমান জানান, এটা মূলত রূপকথার গল্প। জলপরী একটি দ্বীপের নাম। এই জলপরী দ্বীপে বাবার অপরাধের কারণে তার মেয়েকে বেঁধে রাখা হয়। বেঁধে রাখা হয় এ কারণে যে, কোনো একদিন ঝড় আসবে, সেই ঝড় কন্যাকে সাগরে ভাসিয়ে নিয়ে যাবে। তবেই জেলেদের জালে মাছ ধরা পড়বে। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে টেলিফিল্মটি। অভিনয় করেছেন জাহের আলভী, তিথি, সমু চৌধুরী, সূচনা, সানজিদা কানিজ, মনির, মায়া ইসলাম প্রমুখ।
জলপরী নিয়ে সোহেল আরমান বলেন, ‘অনেক দিন পর বিটিভির জন্য একটি টেলিফিল্মের নির্দেশনা দিলাম। গল্পের প্রয়োজনে আমাদেরকে ঢাকার বাইরে শুটিং করতে হয়েছে। জাহের আলভী তাঁর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমি ভীষণ মুগ্ধ তাঁর অভিনয়ে। আরও যাঁরা আছেন তাঁরাও প্রত্যেকে যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। আমি খুব আশাবাদী জলপরী টেলিফিল্মটি নিয়ে। যেহেতু আমি নিজেই জলপরীর চিত্রনাট্য করেছি, তাই নির্দেশনাটা আমার মনের মতো করেই দিতে পেরেছি। জলপরী নিয়ে আশাবাদী আমি।’
সোহেল আরমান সবশেষ ‘নয়ন পাখি’ ও ‘রূপ না মন’ নামের দুটি নাটক নির্মাণ করেছেন। নয়ন পাখিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সামিরা খান মাহি এবং রূপ না মন নাটকে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও রোদসী সিদ্দিকা।
রূপকথার গল্পে টেলিফিল্ম নির্মাণ করলেন অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান। আসন্ন ঈদে বিটিভিতে প্রচারিত হবে টেলিফিল্মটি। বিটিভির প্রযোজনায় নির্মিত টেলিফিল্মটির নাম ‘জলপরী’। এরই মাঝে শুটিংও শেষ করেছেন নির্মাতা।
সোহেল আরমান জানান, এটা মূলত রূপকথার গল্প। জলপরী একটি দ্বীপের নাম। এই জলপরী দ্বীপে বাবার অপরাধের কারণে তার মেয়েকে বেঁধে রাখা হয়। বেঁধে রাখা হয় এ কারণে যে, কোনো একদিন ঝড় আসবে, সেই ঝড় কন্যাকে সাগরে ভাসিয়ে নিয়ে যাবে। তবেই জেলেদের জালে মাছ ধরা পড়বে। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে টেলিফিল্মটি। অভিনয় করেছেন জাহের আলভী, তিথি, সমু চৌধুরী, সূচনা, সানজিদা কানিজ, মনির, মায়া ইসলাম প্রমুখ।
জলপরী নিয়ে সোহেল আরমান বলেন, ‘অনেক দিন পর বিটিভির জন্য একটি টেলিফিল্মের নির্দেশনা দিলাম। গল্পের প্রয়োজনে আমাদেরকে ঢাকার বাইরে শুটিং করতে হয়েছে। জাহের আলভী তাঁর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমি ভীষণ মুগ্ধ তাঁর অভিনয়ে। আরও যাঁরা আছেন তাঁরাও প্রত্যেকে যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। আমি খুব আশাবাদী জলপরী টেলিফিল্মটি নিয়ে। যেহেতু আমি নিজেই জলপরীর চিত্রনাট্য করেছি, তাই নির্দেশনাটা আমার মনের মতো করেই দিতে পেরেছি। জলপরী নিয়ে আশাবাদী আমি।’
সোহেল আরমান সবশেষ ‘নয়ন পাখি’ ও ‘রূপ না মন’ নামের দুটি নাটক নির্মাণ করেছেন। নয়ন পাখিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সামিরা খান মাহি এবং রূপ না মন নাটকে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও রোদসী সিদ্দিকা।
১৯৭২ সালের আজকের এই দিনে অর্থাৎ ১৫ মার্চ ‘দ্য গডফাদার’ মুক্তি পায় এবং তখনকার সর্বাধিক আয় করা চলচ্চিত্র হয়ে ওঠে। এটি সমালোচকদের কাছেও বিপুল প্রশংসিত হয়। সেবছর ১০টি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়ে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা...
৯ ঘণ্টা আগেদেশের কনসার্টে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত জুলাইয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় পারফর্ম করেছেন আতিফ আসলাম, ব্যান্ড জাল ও রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা। এবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আইমা বেগ।
১৯ ঘণ্টা আগেবিরতি শেষে আবার অভিনয়ে ব্যস্ত হয়েছেন অভিনেত্রী আনিকা কবির শখ। এবার রোজার ঈদ উপলক্ষে অভিনয় করেছেন একাধিক নাটকে। ঈদ উপলক্ষে নির্মিত শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে দেখা যাবে তাঁকে। নাটক ছাড়াও ঈদে শখকে বিটিভির দুটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।
১৯ ঘণ্টা আগেজনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গত শনিবার চিঠি পাঠিয়েছে সিআইসি।
১ দিন আগে