বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের ধারাবাহিকতায় এ বছরও তরুণ নাট্যকর্মীদের প্রচেষ্টা ও সাধনাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে এথিক নাট্যদল। দলটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল হলে আয়োজিত হবে এথিক তারুণ্য সম্মাননা-২০২৩। রাজধানী ঢাকায় সক্রিয় নাট্যদলগুলোর মধ্য থেকে ১৪টি নাট্যদলের ১৪ জন তরুণ নাট্যকর্মীর হাতে সম্মাননা তুলে দেবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মঞ্চসারথি আতাউর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সম্মাননাপ্রাপ্তরা হলেন আরণ্যক নাট্যদলের রেজওয়ান পারভেজ, থিয়েটারের লিটা খান, ঢাকা থিয়েটারের জয়শ্রী মজুমদার লতা, প্রাচ্যনাটের ডায়না ম্যারিলিন চৌধুরী, থিয়েটার আর্ট ইউনিটের সজল চৌধুরী, প্রাঙ্গণেমোরের সুবক্তগীন শুভ, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ইনতিশা তাশদীদ তাহা, স্বপ্নদলের শিশির সিকদার, মহাকাল নাট্য সম্প্রদায়ের ইকবাল হোসেন চৌধুরী, বটতলার মাহবুব মাসুম, অনুস্বরের এস আর সম্পদ, বাতিঘরের সাদ্দাম রহমান, লোক নাট্যদলের ফজলুল হক এবং থিয়েটার ৫২-এর আদিব মজলিশ খান।
গত বছর প্রথমবারের মতো ৫০ জনকে সম্মাননা দিয়েছিল এথিক নাট্যদল। এবার দেওয়া হচ্ছে ১৪ জনকে। এ বিষয়ে সংগঠনটি জানায়, এখন থেকে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যার সঙ্গে মিল রেখেই সম্মাননা দেওয়া হবে। যেহেতু এ বছর সংগঠনটি ১৪ বছরে পা দিয়েছে, তাই ১৪ জনের হাতে তুলে দেওয়া হবে তারুণ্য সম্মাননা। আগামী বছরগুলোতে একটি করে সংখ্যা বাড়বে।
সম্মাননা প্রদান শেষে থাকবে এথিকের নাটক ‘রাজদ্রোহী’-এর প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন রেজানুর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রেজানুর রহমান, সুমনা সোমা, মনি কানচন, সুকর্ন হাসান, মিন্টু সরদার, সবুজ রহমান, রিমন, আজিম উদ্দিন, রুনি ও অপ্সরা।
গত বছরের ধারাবাহিকতায় এ বছরও তরুণ নাট্যকর্মীদের প্রচেষ্টা ও সাধনাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে এথিক নাট্যদল। দলটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল হলে আয়োজিত হবে এথিক তারুণ্য সম্মাননা-২০২৩। রাজধানী ঢাকায় সক্রিয় নাট্যদলগুলোর মধ্য থেকে ১৪টি নাট্যদলের ১৪ জন তরুণ নাট্যকর্মীর হাতে সম্মাননা তুলে দেবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মঞ্চসারথি আতাউর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সম্মাননাপ্রাপ্তরা হলেন আরণ্যক নাট্যদলের রেজওয়ান পারভেজ, থিয়েটারের লিটা খান, ঢাকা থিয়েটারের জয়শ্রী মজুমদার লতা, প্রাচ্যনাটের ডায়না ম্যারিলিন চৌধুরী, থিয়েটার আর্ট ইউনিটের সজল চৌধুরী, প্রাঙ্গণেমোরের সুবক্তগীন শুভ, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ইনতিশা তাশদীদ তাহা, স্বপ্নদলের শিশির সিকদার, মহাকাল নাট্য সম্প্রদায়ের ইকবাল হোসেন চৌধুরী, বটতলার মাহবুব মাসুম, অনুস্বরের এস আর সম্পদ, বাতিঘরের সাদ্দাম রহমান, লোক নাট্যদলের ফজলুল হক এবং থিয়েটার ৫২-এর আদিব মজলিশ খান।
গত বছর প্রথমবারের মতো ৫০ জনকে সম্মাননা দিয়েছিল এথিক নাট্যদল। এবার দেওয়া হচ্ছে ১৪ জনকে। এ বিষয়ে সংগঠনটি জানায়, এখন থেকে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যার সঙ্গে মিল রেখেই সম্মাননা দেওয়া হবে। যেহেতু এ বছর সংগঠনটি ১৪ বছরে পা দিয়েছে, তাই ১৪ জনের হাতে তুলে দেওয়া হবে তারুণ্য সম্মাননা। আগামী বছরগুলোতে একটি করে সংখ্যা বাড়বে।
সম্মাননা প্রদান শেষে থাকবে এথিকের নাটক ‘রাজদ্রোহী’-এর প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন রেজানুর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রেজানুর রহমান, সুমনা সোমা, মনি কানচন, সুকর্ন হাসান, মিন্টু সরদার, সবুজ রহমান, রিমন, আজিম উদ্দিন, রুনি ও অপ্সরা।
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের ধৈর্যের বাঁধ যেন ভেঙেই গেল। তাঁর বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ। লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ...
৩ ঘণ্টা আগেবিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
৫ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘দেবদাস’ হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই সিনেমা নিয়ে আজও আলোচনা হয়। তারপর কেটে গেছে ২২টি বছর।
৫ ঘণ্টা আগেআর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
১৫ ঘণ্টা আগে