বিনোদন ডেস্ক
দেশি সংগীত
⊲ আরিফ দেওয়ান, সাগর দেওয়ান ও আলী হাসানের গাওয়া কোক স্টুডিও বাংলার গান ‘মা লো মা’ গানটির গীতিকার কে, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। গানের ক্রেডিটে রচয়িতা হিসেবে উল্লেখ করা হয় মরমি সাধক আব্দুল খালেক দেওয়ানের নাম। তবে অনেকেই দাবি করেন নেত্রকোনার বাউল সাধক রশিদ উদ্দিন এই গানের স্রষ্টা।
⊲ এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। এই সিজনে মাত্র তিনটি গান প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আয়োজকেরা কিছু না বললেও গুঞ্জন আছে কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্কের কারণেই থমকে গেছে কোক স্টুডিও বাংলার কার্যক্রম।
⊲ নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিনা টিকিটে কনসার্টে ঢুকে পড়ার মতো ঘটনা শঙ্কিত করে তোলে শিল্পী, ব্যান্ড ও কনসার্ট আয়োজকদের। এমন ঘটনায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয় ১৮ অক্টোবর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত গণজোয়ার কনসার্ট। এর আগে, ২৮ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কে জাল ব্যান্ডের কনসার্ট বন্ধ হয়ে গেলে সেনাবাহিনীর সহযোগিতায় শেষ করা হয় কনসার্টটি।
⊲ গত সরকারের আমলে উপেক্ষিত অনেক শিল্পীই রাজনৈতিক পটপরিবর্তনের পর ফিরতে শুরু করেছেন বিটিভি, বেতার, শিল্পকলাসহ বিভিন্ন কনসার্ট ও সরকারি অনুষ্ঠানে। এই তালিকায় আছেন ফেরদৌস আরা, কনকচাঁপা, মনির খান, বেবি নাজনীন, আসিফ আকবর প্রমুখ।
⊲ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে দেশজুড়ে সমালোচনার মধ্যে হঠাৎ করেই আলোচনায় আসেন তাহসান খান। তাহসানের মা সাবেক পিএসসি চেয়ারম্যান ড. জিনাতুন নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে তাহসান প্রথম হয়েছেন—এমন দাবিও করা হয়। পরবর্তী সময়ে তাহসান জানান, তিনি কখনো বিসিএস পরীক্ষা দেননি।
⊲ বছরের শেষ দিকে বন্ধ হয়ে যায় দেশের একমাত্র গানের চ্যানেল গান বাংলা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় গান বাংলার সম্প্রচার বন্ধ করা হয়েছে।
⊲ ‘ইকোস অব রেভল্যুশন’ চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে পারফর্ম করলেও বিপিএলের মিউজিক ফেস্টের জন্য ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেন রাহাত ফতেহ আলী খান। এ নিয়ে সৃষ্টি হয় বিতর্ক।
বিশ্ব সংগীত
⊲ এ বছর বিশ্ব সংগীতে বহুল চর্চিত ছিল টেলর সুইফটের নাম। শেষ করেছেন ‘দ্য ইরাস ট্যুর’ শিরোনামের কনসার্ট। বিশ্ব সংগীতের ইতিহাসে বৃহত্তম এই সংগীত সফরে ১৪৯টি কনসার্টে ১ কোটি ১৬ লাখ ৮ হাজার দর্শক সুইফটের গানের সুরে ভেসেছেন। এই সফরের বিপুল আয় ৩৩ বছর বয়সী গায়িকাকে মর্যাদাপূর্ণ বিলিয়নিয়ার ক্লাবে পৌঁছে দিয়েছে। এ ছাড়া গ্র্যামি অ্যাওয়ার্ড, এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডে ছিল সুইফটের জয়জয়কার।
⊲ গ্রামিতে রেকর্ড গড়েছেন বিয়ন্সে। আয়োজনের ৬৭তম আসরে বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এবার শীর্ষে রয়েছেন বিয়ন্সে। এ পর্যন্ত সব মিলিয়ে ৯৯ বার মনোনয়ন তালিকায় নাম উঠেছে তাঁর। সর্বোচ্চবার বিজয়ী শিল্পীও তিনি। এখন পর্যন্ত ৩২টি ট্রফি উঠেছে বিয়ন্সের হাতে।
⊲ গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে বিটলস ব্যান্ডের নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। ভেঙে যাওয়ার ৫০ বছর পর গত বছরের শেষ দিকে মুক্তি পায় গানটি।
⊲ দীর্ঘ বিরতির পর এ বছর আবারও গান নিয়ে ফিরে এসেছে জনপ্রিয় রক ব্যান্ড লিঙ্কিন পার্ক। ২০১৭ সালে চেস্টার বেনিংটন আত্মহননের পথ বেছে নিলে থেমে যায় ব্যান্ডর কার্যক্রম। ৫ সেপ্টেম্বর একটি লাইভ স্ট্রিম শোর মাধ্যমে প্রত্যাবর্তন ঘটে লিনকিন পার্কের। শোটিতে ব্যান্ডের পুরোনো সদস্যদের পাশাপাশি ছিলেন দুই নতুন মুখ—এমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন। এখন থেকে ব্যান্ডটির নিয়মিত সদস্য হিসেবে কাজ করবেন তাঁরা। এমিলি থাকবেন কো-লিড ভোকাল হিসেবে আর ড্রামার হিসেবে কাজ করবেন কলিন।
⊲ এপ্রিলে সরকারের সমালোচনামূলক গান করায় জনপ্রিয় র্যাপার তোমাজ সালেহির মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিলেন ইরানের আদালত। সালেহির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে সহায়তা, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, দাঙ্গার উসকানিসহ নানা অভিযোগ আনা হয়। পরে সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল করেন দেশটির সর্বোচ্চ আদালত।
দেশি সংগীত
⊲ আরিফ দেওয়ান, সাগর দেওয়ান ও আলী হাসানের গাওয়া কোক স্টুডিও বাংলার গান ‘মা লো মা’ গানটির গীতিকার কে, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। গানের ক্রেডিটে রচয়িতা হিসেবে উল্লেখ করা হয় মরমি সাধক আব্দুল খালেক দেওয়ানের নাম। তবে অনেকেই দাবি করেন নেত্রকোনার বাউল সাধক রশিদ উদ্দিন এই গানের স্রষ্টা।
⊲ এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। এই সিজনে মাত্র তিনটি গান প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আয়োজকেরা কিছু না বললেও গুঞ্জন আছে কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্কের কারণেই থমকে গেছে কোক স্টুডিও বাংলার কার্যক্রম।
⊲ নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিনা টিকিটে কনসার্টে ঢুকে পড়ার মতো ঘটনা শঙ্কিত করে তোলে শিল্পী, ব্যান্ড ও কনসার্ট আয়োজকদের। এমন ঘটনায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয় ১৮ অক্টোবর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত গণজোয়ার কনসার্ট। এর আগে, ২৮ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কে জাল ব্যান্ডের কনসার্ট বন্ধ হয়ে গেলে সেনাবাহিনীর সহযোগিতায় শেষ করা হয় কনসার্টটি।
⊲ গত সরকারের আমলে উপেক্ষিত অনেক শিল্পীই রাজনৈতিক পটপরিবর্তনের পর ফিরতে শুরু করেছেন বিটিভি, বেতার, শিল্পকলাসহ বিভিন্ন কনসার্ট ও সরকারি অনুষ্ঠানে। এই তালিকায় আছেন ফেরদৌস আরা, কনকচাঁপা, মনির খান, বেবি নাজনীন, আসিফ আকবর প্রমুখ।
⊲ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে দেশজুড়ে সমালোচনার মধ্যে হঠাৎ করেই আলোচনায় আসেন তাহসান খান। তাহসানের মা সাবেক পিএসসি চেয়ারম্যান ড. জিনাতুন নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে তাহসান প্রথম হয়েছেন—এমন দাবিও করা হয়। পরবর্তী সময়ে তাহসান জানান, তিনি কখনো বিসিএস পরীক্ষা দেননি।
⊲ বছরের শেষ দিকে বন্ধ হয়ে যায় দেশের একমাত্র গানের চ্যানেল গান বাংলা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় গান বাংলার সম্প্রচার বন্ধ করা হয়েছে।
⊲ ‘ইকোস অব রেভল্যুশন’ চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে পারফর্ম করলেও বিপিএলের মিউজিক ফেস্টের জন্য ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেন রাহাত ফতেহ আলী খান। এ নিয়ে সৃষ্টি হয় বিতর্ক।
বিশ্ব সংগীত
⊲ এ বছর বিশ্ব সংগীতে বহুল চর্চিত ছিল টেলর সুইফটের নাম। শেষ করেছেন ‘দ্য ইরাস ট্যুর’ শিরোনামের কনসার্ট। বিশ্ব সংগীতের ইতিহাসে বৃহত্তম এই সংগীত সফরে ১৪৯টি কনসার্টে ১ কোটি ১৬ লাখ ৮ হাজার দর্শক সুইফটের গানের সুরে ভেসেছেন। এই সফরের বিপুল আয় ৩৩ বছর বয়সী গায়িকাকে মর্যাদাপূর্ণ বিলিয়নিয়ার ক্লাবে পৌঁছে দিয়েছে। এ ছাড়া গ্র্যামি অ্যাওয়ার্ড, এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডে ছিল সুইফটের জয়জয়কার।
⊲ গ্রামিতে রেকর্ড গড়েছেন বিয়ন্সে। আয়োজনের ৬৭তম আসরে বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এবার শীর্ষে রয়েছেন বিয়ন্সে। এ পর্যন্ত সব মিলিয়ে ৯৯ বার মনোনয়ন তালিকায় নাম উঠেছে তাঁর। সর্বোচ্চবার বিজয়ী শিল্পীও তিনি। এখন পর্যন্ত ৩২টি ট্রফি উঠেছে বিয়ন্সের হাতে।
⊲ গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে বিটলস ব্যান্ডের নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। ভেঙে যাওয়ার ৫০ বছর পর গত বছরের শেষ দিকে মুক্তি পায় গানটি।
⊲ দীর্ঘ বিরতির পর এ বছর আবারও গান নিয়ে ফিরে এসেছে জনপ্রিয় রক ব্যান্ড লিঙ্কিন পার্ক। ২০১৭ সালে চেস্টার বেনিংটন আত্মহননের পথ বেছে নিলে থেমে যায় ব্যান্ডর কার্যক্রম। ৫ সেপ্টেম্বর একটি লাইভ স্ট্রিম শোর মাধ্যমে প্রত্যাবর্তন ঘটে লিনকিন পার্কের। শোটিতে ব্যান্ডের পুরোনো সদস্যদের পাশাপাশি ছিলেন দুই নতুন মুখ—এমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন। এখন থেকে ব্যান্ডটির নিয়মিত সদস্য হিসেবে কাজ করবেন তাঁরা। এমিলি থাকবেন কো-লিড ভোকাল হিসেবে আর ড্রামার হিসেবে কাজ করবেন কলিন।
⊲ এপ্রিলে সরকারের সমালোচনামূলক গান করায় জনপ্রিয় র্যাপার তোমাজ সালেহির মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিলেন ইরানের আদালত। সালেহির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে সহায়তা, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, দাঙ্গার উসকানিসহ নানা অভিযোগ আনা হয়। পরে সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল করেন দেশটির সর্বোচ্চ আদালত।
চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। অভিনেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
২ ঘণ্টা আগেবলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ব্যক্তিগত জীবন সব সময় থাকেন আলোচনায়। কখনো নোরা ফতেহির সঙ্গে, কখনো আবার অনন্যা পাণ্ডের সঙ্গে ছড়িয়েছে প্রেমের গুঞ্জন। এবার নাম জড়াল এক মডেলকে নিয়ে। যাঁর সঙ্গে বর্ষবরণের রাতে সময় কাটিয়েছেন আরিয়ান।
৫ ঘণ্টা আগেঅভিনয় থেকে নিজেকে বেশ আগেই আড়াল করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ়। সিনেমার পর্দায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল হ্যান্ডেলে সরব তিনি। নতুন বছরের প্রথম দিনেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইলিয়ানা। আর এটিই এখন আলোচনার কেন্দ্রে। বছরের শুরুতে প্রিয় তারকার থেকে যেন চমক পেলেন ভক্তরা।
৭ ঘণ্টা আগে২০২২ সালে শুটিং শেষে গত বছর জানুয়ারিতে হলে মুক্তির জন্য ছাড়পত্র পায় ‘বিলডাকিনি’। মাঝে কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও তা আর হয়নি। অবশেষে নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। ২৪ জানুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে বিলডাকিনি।
৯ ঘণ্টা আগে