Ajker Patrika

বিতর্কিত মন্তব্য করে বিপদে রণবীর

বিনোদন ডেস্ক
রণবীর এলাহবাদিয়া ছবি: সংগৃহীত
রণবীর এলাহবাদিয়া ছবি: সংগৃহীত

ভারতীয় মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে একটি ইউটিউব শো। কমেডি শোটির নাম ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’। ভারতের উঠতি কমেডিয়ানদের সুযোগ দেওয়া হয় এ শোয়ে। কমেডিয়ান সময় রায়না থাকেন উপস্থাপক হিসেবে, বিচারক প্যানেলে থাকেন আরও কয়েকজন। মাঝেমধ্যে অতিথি বিচারক হিসেবে আনা হয় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের। ইন্ডিয়াস গট ল্যাটেন্টের সাম্প্রতিক এক পর্বে আনা হয়েছিল কনটেন্ট ক্রিয়েটর রণবীর এলাহবাদিয়াকে, ইউটিউবে যিনি বিয়ারবাইসেপস নামে পরিচিত। ওই পর্বে রণবীর এক প্রতিযোগীকে এমন এক অশ্লীল প্রশ্ন করেন, যা নিয়ে চলছে তুমুল বিতর্ক।

ওই পর্বে এক প্রতিযোগীকে তাঁর মা-বাবার যৌন সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন রণবীর। বলেন, ‘তুমি তোমার মা-বাবাকে রোজ সঙ্গম করতে দেখবে? নাকি একবার তাঁদের সঙ্গে যোগ দিয়ে সঙ্গম করা পুরোপুরি বন্ধ করবে?’ বলেই বিশ্রী ভঙ্গিতে হেসে ওঠেন রণবীর। তাঁর সঙ্গে হাসিতে ফেটে পড়েন অন্যান্য বিচারকও। এই শো প্রচারের আসার পরই বিতর্কের ঝড় উঠেছে ভারতজুড়ে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রণবীরসহ শোয়ের সঙ্গে জড়িত অপূর্ব মাখিজা, কমেডিয়ান সময় রায়না ও আয়োজকদের বিরুদ্ধে এফআইআর করেছে তাঁর রাজ্যের পুলিশ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেন, প্রত্যেকেরই বাক্‌স্বাধীনতা রয়েছে। কিন্তু অন্য কারও স্বাধীনতা লঙ্ঘন করতে পারে না এই অধিকার। অশ্লীলতার বিরুদ্ধেও আইন রয়েছে। যারা সেই নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। শিবসেনা উদ্ধব শিবিরের সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী জানান, এ বিষয়ে কঠোর আইন করার জন্য চলতি বাজেট অধিবেশনেই সংসদে বিষয়টি উত্থাপন করবেন তিনি।

এ ঘটনায় মুখ খুলেছেন পরিচালক ইমতিয়াজ আলী, অভিনেতা মনোজ বাজপেয়ি। অনলাইনে কনটেন্ট তৈরি ও বাক্‌স্বাধীনতার নামে এ ধরনের অশালীন কাজকর্ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মত তাঁদের। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এ ঘটনার নিন্দা জানিয়েছে। পাশাপাশি মুম্বাই কমিশনার এবং মহারাষ্ট্র মহিলা কমিশনের কাছেও আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে।

তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন রণবীর এলাহবাদিয়া। তিনি নিজের ভুল স্বীকার করেছেন। রণবীর বলেন, ‘আমার মন্তব্য ভুল ছিল। কমেডি আমার বিষয় নয়। আমি খুব দুঃখিত।’

তাতেও থামছে না বিতর্ক। রণবীরসহ এ শোয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন নেটিজেনরা। ইউটিউব ও ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়ন কমেছে। এরই মধ্যে ভারতের সংসদের হস্তক্ষেপে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত