Ajker Patrika

সম্মাননা পাচ্ছেন মুকিদ চৌধুরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ড. মুকিদ চৌধুরী। ছবি: সংগৃহীত
ড. মুকিদ চৌধুরী। ছবি: সংগৃহীত

মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ পাচ্ছেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। ২১ জানুয়ারি রাতে এই পুরস্কার ঘোষণা করেন সোনার বাংলা সাহিত্য পরিষদের (এসবিএসপি) সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুর। গত আট বছর বিভিন্ন বিভাগে সংগঠনটি পুরস্কার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানের মাধ্যমে মুকিদ চৌধুরীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।

এসবিএসপি সাহিত্য পুরস্কারে মনোনীত হওয়ায় বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর মুকিদ চৌধুরী বলেন, ‘মঞ্চনাটক আমাকে ভীষণভাবে টানে। ১৯৯৬ থেকে আমি মঞ্চনাটক নিয়ে কাজ করছি। বাংলাদেশ, ভারত ও গ্রেট ব্রিটেনে আমার নাটক মঞ্চস্থ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নবধারার বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর প্রতিই আকর্ষণ অনুভব করি। মূলত যাঁরা কোনো দিন মঞ্চনাটক করেননি, তাঁদের সহজে নাটক-পরিবেশনের সঙ্গে যুক্ত করাই এই শিল্পশৈলীর কাজ। এই সাহিত্য পুরস্কার আমাকে বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলী নিয়ে আরও নতুন কাজের জন্য উৎসাহিত করবে।’

কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও রত্নগর্ভা শিরীণ চৌধুরীর কনিষ্ঠ সন্তান নাট্যকার ড. মুকিদ চৌধুরী। তিনি একাধারে বিজ্ঞানী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার ও কবি। তাঁর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে নাট্যোপন্যাস ও নাটক ‘যোদ্ধা’, ‘আটই ফাল্গুন’, ‘অশোকানন্দ’, ‘কর্ণপুরাণ’, ‘গোমতীর উপাখ্যান’, ‘রাজাবলি’, ‘চন্দ্রাবতী’, ‘ফুলবউ’ ইত্যাদি; গল্পসম্ভার ‘তীরের বৃক্ষরাজি’, ‘কস্তুরী গন্ধ’, ‘খুঁত’; কাব্যসম্ভার ‘অনাহূত অতিথি’, ‘বিষের বিন্দু’ ইত্যাদি; গবেষণা গ্রন্থ ‘ইতালি: আদ্যন্ত ইতিহাস’, ‘জার্মানি: অতীত থেকে বর্তমান’, ‘জার্মান সাহিত্য: প্রারম্ভ থেকে অধুনা’, ‘ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)’ ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত