Ajker Patrika

বাংলাদেশের মতো এত পাগল ভক্ত আর কোথাও দেখিনি: বুরাক ঔজচিভিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৪, ০৮: ৩৫
বাংলাদেশের মতো এত পাগল ভক্ত আর কোথাও দেখিনি: বুরাক ঔজচিভিত

তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের অভিনেতা বুরাক ঔজচিভিতের জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে। তবে বাংলাদেশে অনেক পাগল ভক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন অভিনেতা নিজেই। বুরাক ঔজচিভিত বলেন, ‘আমি পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। কিন্তু বাংলাদেশের মতো এত পাগল ভক্ত আর কোথাও দেখিনি।’ 

আজ রোববার (২৬ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সিঙ্গার বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

বুরাক ঔজচিভিত আরও বলেন, ‘আমি যার সঙ্গেই কাজ করি না কেন, সেখানে বিশ্বস্ততা প্রয়োজন। বেকো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আর এই বিশ্বস্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশে সিঙ্গার বেকো হিসেবে আপনাদের জন্য নিয়ে এসেছি।’ 

সংবাদ সম্মেলনে তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আচেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ ‘ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ঔজচিভিত’ শীর্ষক পদক্ষেপের ঘোষণা দেয়। রূপান্তরের এই ধারাবাহিক প্রক্রিয়া শুরু করার পর বুরাক ঔজচিভিত বেশ কিছু ক্রিয়েটিভ কমিউনিকেশনে অংশ নিয়ে এই যাত্রার সহযোগী হন। 

তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের অভিনেতা বুরাক ঔজচিভিত। ছবি: সংগৃহীত আয়োজনে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএইচএম ফাইরোজ ও আর্চেলিকের সাউথ এশিয়া রিজওনাল মার্কেটিং, বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক হানদান আবদুররাহমানোগলু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত