Ajker Patrika

মঞ্চে নারীভক্তকে চুমু, সমালোচনার মুখে যা বললেন উদিত নারায়ণ

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪৪
উদিত নারায়ণ। ছবি: সংগৃহীত
উদিত নারায়ণ। ছবি: সংগৃহীত

মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ নারীভক্তকে ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। এমন বিতর্কে সাফাই দিলেন শিল্পী নিজেই।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’ গাইছেন। তখন দর্শক আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারীভক্তকে ঠোঁটে চুমু দিয়ে বসেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে এমন কাণ্ডে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। তা দেখে হতবাক সকলে।

অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুমু দিয়ে বসেন।’ শিল্পীর অনেকে ভক্ত-অনুরাগীরা আবার বিশ্বাস করতে পারছেন না এই মানুষটি উদিত নারায়ণ। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।

এদিকে সমালোচনা যখন তুঙ্গে শিল্পী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘ভক্তদের পাগলামি এ রকমই হয়। আমরা শিল্পীরা ভীষণ সরল সাদাসিধে, এ রকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। ওদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন?’

তিনি এ-ও বলেন, ‘ভিড়ে কত রকম মানুষ থাকেন। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই এক মুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান—এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত