একসময়ের দাপুটে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, যাঁর সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব। ভালোবেসে ঘর বাঁধেন অভিষেক বচ্চনের সঙ্গে। তাঁদের দাম্পত্য জীবন দীর্ঘ। তবে প্রায় দুই মাস ধরে গুঞ্জন চলছে—ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে।
‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিয়ে নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় নিমরতকে।
সেই সাক্ষাৎকারে বিয়ে ও দাম্পত্যের প্রসঙ্গ উঠলে সঞ্চালক জানান, তাঁর (অভিষেকের) দাম্পত্যের মেয়াদ দীর্ঘ। এ কথায় অবাক হন নিমরত। মশকরা করে বলে ফেলেন, ‘এত দিন কোনো বিয়ে টেকেই না।’ নিমরতের মন্তব্যে হেসে ওঠেন অভিষেক। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ।’
৪২ বছরে পা দিলেও এখনো বিয়ে করেননি নিমরত। প্রায়ই সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় এই অভিনেত্রীকে। নিমরত এ-ও বলেন, তিনি কেন বিয়ে করতে চান না—এ নিয়ে কেউ কখনো প্রশ্ন করে না। ওই সময় নিমরত জানিয়েছিলেন, তাঁর বিয়ে করার ইচ্ছে নেই এমন নয়। সঠিক মানুষের সঙ্গে সঠিক সময় এলে তবেই বিয়ে করবেন।
সাক্ষাৎকারে একসময় নিমরতের সামনেই ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসাও করেছিলেন অভিষেক। স্ত্রীর প্রশংসায় অভিষেক বলেছিলেন, জীবনের অতি কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে ঐশ্বরিয়া। ওর এই বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিষেক এ-ও বলেন, ‘অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। কখনো কখনো এমন পরিস্থিতি আসে, রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনো করতে দেখিনি। ঐশ্বরিয়াকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।’
আরও পড়ুন:
একসময়ের দাপুটে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, যাঁর সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব। ভালোবেসে ঘর বাঁধেন অভিষেক বচ্চনের সঙ্গে। তাঁদের দাম্পত্য জীবন দীর্ঘ। তবে প্রায় দুই মাস ধরে গুঞ্জন চলছে—ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে।
‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিয়ে নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় নিমরতকে।
সেই সাক্ষাৎকারে বিয়ে ও দাম্পত্যের প্রসঙ্গ উঠলে সঞ্চালক জানান, তাঁর (অভিষেকের) দাম্পত্যের মেয়াদ দীর্ঘ। এ কথায় অবাক হন নিমরত। মশকরা করে বলে ফেলেন, ‘এত দিন কোনো বিয়ে টেকেই না।’ নিমরতের মন্তব্যে হেসে ওঠেন অভিষেক। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ।’
৪২ বছরে পা দিলেও এখনো বিয়ে করেননি নিমরত। প্রায়ই সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় এই অভিনেত্রীকে। নিমরত এ-ও বলেন, তিনি কেন বিয়ে করতে চান না—এ নিয়ে কেউ কখনো প্রশ্ন করে না। ওই সময় নিমরত জানিয়েছিলেন, তাঁর বিয়ে করার ইচ্ছে নেই এমন নয়। সঠিক মানুষের সঙ্গে সঠিক সময় এলে তবেই বিয়ে করবেন।
সাক্ষাৎকারে একসময় নিমরতের সামনেই ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসাও করেছিলেন অভিষেক। স্ত্রীর প্রশংসায় অভিষেক বলেছিলেন, জীবনের অতি কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে ঐশ্বরিয়া। ওর এই বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিষেক এ-ও বলেন, ‘অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। কখনো কখনো এমন পরিস্থিতি আসে, রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনো করতে দেখিনি। ঐশ্বরিয়াকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।’
আরও পড়ুন:
প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন। দর্শক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা। একই সঙ্গে গতকাল শনিবার শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা...
১ ঘণ্টা আগেপয়লা বৈশাখ উপলক্ষে ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। বৈশাখী পাঁচফোড়নের এই পর্বে দেখা যাবে পয়লা বৈশাখের দিনে এক দম্পতি বৈশাখ নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন। তাঁদের কথোপকথনের মাঝে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন। পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয়...
১ ঘণ্টা আগেপ্রকাশ পেল তরুণ সংগীতশিল্পী সানজিদা বিপ্রার প্রথম মৌলিক গান। ‘পাবে না আমাকে’ শিরোনামের গানটি লিখেছেন মিজানুর রাফি। সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। গানটি প্রকাশ পেয়েছে বিপ্রার ইউটিউব চ্যানেল থেকে।
১ ঘণ্টা আগেবাংলা নববর্ষ উপলক্ষে এটিভি ইউএসএতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখে বাঙালিয়ানায়’। তানভীর তারেকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়, অভিনেত্রী শিরীন বকুল, নারী উদ্যোক্তা এশা রহমান ও সংবাদ ব্যক্তিত্ব সাদিয়া খন্দকার।
১২ ঘণ্টা আগে