অনলাইন ডেস্ক
বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ব্যক্তিগত জীবনে সব সময় থাকেন আলোচনায়। কখনো নোরা ফতেহির সঙ্গে, কখনো আবার অনন্যা পাণ্ডের সঙ্গে ছড়িয়েছে প্রেমের গুঞ্জন। এবার নাম জড়াল এক মডেলকে নিয়ে, যাঁর সঙ্গে বর্ষবরণের রাতে সময় কাটিয়েছেন আরিয়ান।
জানা গেছে, এবার কোনো বলিউড ডিভা নয়, ব্রাজিলের এক মডেলকে নাকি মন দিয়েছেন শাহরুখপুত্র। ওই মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান।
বর্ষবরণের রাতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল মুম্বাইয়ে। সেখানেই আসেন লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাঁকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি।
পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। এর ওপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে, লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে মাথা নিচু করে বের হন আরিয়ান। এ সময় তিনি বেতালে পা ফেলেন। ভিডিওতে বোঝা যাচ্ছে, মদ্যপান করেছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন। তবে সেদিকে লক্ষ ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। এ সময় আরিয়ানের পেছন পেছন বেরোন তাঁর মদ্যপ বন্ধুরা। তাঁরাও বেতালে হাঁটছিলেন।
বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ব্যক্তিগত জীবনে সব সময় থাকেন আলোচনায়। কখনো নোরা ফতেহির সঙ্গে, কখনো আবার অনন্যা পাণ্ডের সঙ্গে ছড়িয়েছে প্রেমের গুঞ্জন। এবার নাম জড়াল এক মডেলকে নিয়ে, যাঁর সঙ্গে বর্ষবরণের রাতে সময় কাটিয়েছেন আরিয়ান।
জানা গেছে, এবার কোনো বলিউড ডিভা নয়, ব্রাজিলের এক মডেলকে নাকি মন দিয়েছেন শাহরুখপুত্র। ওই মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান।
বর্ষবরণের রাতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল মুম্বাইয়ে। সেখানেই আসেন লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাঁকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি।
পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। এর ওপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে, লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে মাথা নিচু করে বের হন আরিয়ান। এ সময় তিনি বেতালে পা ফেলেন। ভিডিওতে বোঝা যাচ্ছে, মদ্যপান করেছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন। তবে সেদিকে লক্ষ ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। এ সময় আরিয়ানের পেছন পেছন বেরোন তাঁর মদ্যপ বন্ধুরা। তাঁরাও বেতালে হাঁটছিলেন।
গত বছরের ডিসেম্বরে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় এক নারীর। তাঁর ছেলে এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এর এক মাস ঘুরতে না ঘুরতেই এবার দক্ষিণী সুপারস্টার রামচরণের সিনেমার প্রচারণা থেকে ফিরতে গিয়ে প্রাণ হারালেন দুজন।
৬ মিনিট আগেনতুন বছরের শুরুতেই পরপর দুটি গান প্রকাশিত হলো আসিফ আকবরের। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। দুটি গানেই ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন আসিফ।
৩ ঘণ্টা আগেসংস্কৃতির বিকাশ ও বিকেন্দ্রীকরণের জন্য বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে কর্মশালাভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ লক্ষ্যে আটজন পরিচালক নির্বাচন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নির্বাচিত এই
৩ ঘণ্টা আগেগোল্ডেন গ্লোবসের আসর থেকেই গুঞ্জন রটেছিল, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।
৩ ঘণ্টা আগে