নতুন বছরে তারকাদের প্রত্যাশা

ভালো-মন্দ মিলিয়ে কেটে গেল নাটক, সিনেমা, সংগীতের আরও একটি বছর। নতুন বছরের জন্য নিজেদের প্রস্তুত করছেন তারকারা। নতুন বছরের প্রত্যাশা, প্রস্তুতি ও স্বপ্নের কথা জানিয়েছেন তাঁরা।

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৯: ১৬
Thumbnail image
বাঁধন, প্রিন্স মাহমুদ ও খায়রুল বাশার। ছবি: সংগৃহীত

শিল্পীদের নিয়ে যেন ভুল রাজনীতি না হয়
প্রিন্স মাহমুদ, সুরকার ও গীতিকার

সবাই মিলে একটা সুন্দর আগামী গড়তে চাই। আমার প্রত্যাশা, নিত্যপণ্যের দাম আমাদের নাগালের মধ্যে থাকবে। গানের মানুষেরা নিশ্চিন্ত মনে গান করবে, শিল্পীরা সবাই শিল্পচর্চা করবে নির্বিঘ্নে—এটাই আমি চাই। মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক, জোরদার হোক। দেশে জ্ঞানের চর্চা বাড়ুক। সত্যিকার অর্থেই জ্ঞানচর্চা করুক সবাই। শিল্পীদের মাঝে সম্প্রীতি বাড়ুক। বিভেদ থেমে যাক। শিল্পীদের নিয়ে যেন কোনো ভুল রাজনীতি না হয়। শিল্পীরা মানুষের মনকে সুন্দর করে। আমার প্রত্যাশা, তাদের শিল্পচর্চা যেন কোনো বাধার মুখে না পড়ে।

এ বছরটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ

আজমেরী হক বাঁধন, অভিনেত্রী

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছর বেশ কিছু কাজ করতে পারিনি। আশা করছি নতুন বছরে সেই কাজগুলো শুরু করতে পারব। যে কাজগুলো শেষ হয়েছে, সেগুলো রিলিজ হবে এ বছর। এই তালিকায় আছে রেজওয়ান রহমান সুমিতের সিনেমা ‘মাস্টার’ এবং সানি সানোয়ারের সিনেমা ‘এশা মার্ডার’। এশা মার্ডারে প্রথমবার আমাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এ ছাড়া সিনেমার কেন্দ্রীয় চরিত্রে একজন নারী অভিনয় করছে, এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। নতুন বছরে প্রত্যাশা, যে সংস্কারের পথে আমরা হাঁটছি, সেটা যেন সঠিকভাবে হয়। একটি সুষ্ঠু, স্বাভাবিক নির্বাচন যেন হয়। যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে তারা সরকার নির্বাচন করতে পারে। যে সরকার দেশটাকে সুন্দরভাবে চালাবে। সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাবে। তাই এ বছরটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

দিন শেষে সবাই যেন শান্তিতে ঘুমাতে পারে

খায়রুল বাশার, অভিনেতা

গত বছর চেষ্টা ছিল মানের দিক খেয়াল রেখে দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার। নিজের পরিকল্পনা থেকে সরে না যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। সেটা হয়তো করতে পেরেছি। দর্শকের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছি। ‘শাস্তি’, ‘আফসোস’, ‘আমি এখানে থাকব’, ‘চোখ যে মনের কথা বলে’সহ বেশ কিছু নাটক থেকে ভালো ফিডব্যাক পেয়েছি। নতুন বছরে ভালো কাজ করার এই চেষ্টাটা দ্বিগুণ করতে চাই। কাজের পরিকল্পনাতেও একটু পরিবর্তন আনতে চাই। একই ধরনের কাজ না করে, ভিন্ন ভিন্ন ধাঁচের কাজ দিয়ে নিজেকে উপস্থাপন করতে চাই। সেই সঙ্গে চাই, দেশে যে অস্থিরতা চলছে সেটা কেটে যাক। এখনো দেশের মানুষ শঙ্কা নিয়ে দিন পার করছে। সেটা যেন দ্রুত দূর হয়ে যায়। আইনের সঠিক বাস্তবায়ন হোক। যে যেখানেই কাজ করছে, প্রত্যেকে নিজের কাজটুকু দায়িত্বসহকারে করুক। দেশের একটি মানুষও যেন অবহেলিত না থাকে। দিন শেষে সবাই যেন শান্তিতে ঘুমাতে পারে।

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

২০২৫ সবার জীবনে নিরাপত্তা আর শান্তি নিয়ে আসুক

মেহজাবীন চৌধুরী, অভিনেত্রী

২০২৫ সবার জীবনে সমৃদ্ধি, নিরাপত্তা আর শান্তি নিয়ে আসুক। আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হয়ে উঠুক, আরও বেশি কাজের ক্ষেত্র তৈরি হোক। কারণ, প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকে চায় নিজের পেশায় ভালো করতে, ভালো থাকতে। আর যারা অভিনয়ের মাধ্যমেই জীবিকা নির্বাহ করে, তাদের জন্য ইন্ডাস্ট্রি আরও বেশি কাজের সুযোগ এনে দিক। ইন্ডাস্ট্রির গ্রোথ খুব দরকার, সেই সঙ্গে দরকার প্রপার ব্যালেন্স, যেখানে আমরা ভালো কাজ করতে পারব এবং দর্শকের কাছ থেকে যথাযথ ফিডব্যাক পাব। ভালো কাজ, যেগুলো প্রচার ও ভালোবাসা পাওয়ার যোগ্য, সেগুলো যেন ঠিকঠাকভাবে পায়। এমন লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করা খুব জরুরি। ২০২৪ সালে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, ২০২৫-এ যেন তার দ্বিগুণ হয়। আমাদের ওটিটি কনটেন্ট নিয়ে এ বছর আমরা যেন আরও উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারি। আশা করি নাটকের ক্ষেত্রেও আমরা কোয়ালিটি বাড়াতে পারব এবং আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উপাচার্যের সঙ্গে ‘বাগ্‌বিতণ্ডা,’ ঢাবি ছাত্রদলের ৪ নেতাকে শোকজ

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসুর বাড়িতে হামলা, বাবা-মাকে কুপিয়ে জখম

৬ জানুয়ারি ফরিদপুরে সমাবেশ করবেন সারজিস-হাসনাত

আ.লীগ নেতাকে নিজেদের কর্মী দাবি জামায়াতের, থানা থেকে ছাড়াতে তদবির

জিম্বাবুয়ের বিপক্ষেই এবার আফগানের রেকর্ড ভাঙলেন আফগান ক্রিকেটার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত