হেলমেট ছাড়া বাইকে চড়ে মুম্বাই পুলিশের নোটিশের পেয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এবার নিজের ব্লগে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। তিনি লিখেছেন, ‘আহ! বিষয়বস্তুর কী অক্ষমতা! এক বাইকের ছবি থেকে কত কিছুই না হয়ে গেল!’
অমিতাভ বচ্চন জানান, ‘আসলে ছবিটি শুটিংয়ের। গত রোববার মুম্বাইয়ের রাস্তায় শুটিং হচ্ছিল। এর জন্য কর্তৃপক্ষ থেকে যথাযথ অনুমতিও নেওয়া হয়েছিল। সাপ্তাহিক ছুটির দিনে এলাকা খালি থাকার কারণেই শুটিংয়ের জন্য ওই দিনটি বাছা হয়েছিল। আর পুলিশের সাহায্যে রাস্তা ব্লকও করে রাখা হয়েছিল।’
অমিতাভ আরও জানান, তিনি যে বাইকে চড়েছিলেন, তা চলছিল না। আর সামনের মানুষটি শুটিং সেটেরই সদস্য ছিলেন। শুটিংয়ের জন্য বিষয়টি করা হয়েছিল। নিছক মজা করেই ছবিটি পোস্ট করেছিলেন।
ঘটনার সূত্রপাত গত সোমবার। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছিলেন, ‘ধন্যবাদ ভাই। যদিও তোমাকে আমি চিনি না। কিন্তু আমাকে সাহায্য করে লোকেশনে পৌঁছে দিলে। এই নাছোড়বান্দা জ্যাম এড়িয়ে এতটা তাড়াতাড়ি নিয়ে আমাকে এলে। হলুদ টি-শার্ট, টুপি ও হাফ প্যান্ট পরা ভাই ধন্যবাদ।’
এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুরু হয় তোলপাড়। অনেকেই অমিতাভকে নিয়ে কটাক্ষ বিদ্রূপ করেছেন।
বিদ্রুপের জবাব দিয়ে নিজের ব্লগের শেষে অমিতাভ লিখেছেন, ‘আপনাদের চিন্তা, পরোয়া, ভালোবাসা, সমালোচনা, ট্রলের জন্য ধন্যবাদ! আবার দেরি হয়ে গেল। জরুরি কিছু মিটিং ছিল আর তাতে বেশ খানিকটা সময় চলে গেল। তাই একটু বিশ্রাম নিয়ে আবার কাজে ফিরে এসেছি। চেষ্টা করব আর যেন ব্লগ আসতে দেরি না হয়। আর সরি এভাবে সবাইকে চিন্তায় ফেলার জন্য, আর ট্রাফিক আইন ভাঙা নিয়ে ভুল ভাবনা দেওয়ার জন্য। আমি কোনো আইন ভাঙিনি। সবার জন্য ভালোবাসা রইল।’
হেলমেট ছাড়া বাইকে চড়ে মুম্বাই পুলিশের নোটিশের পেয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এবার নিজের ব্লগে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। তিনি লিখেছেন, ‘আহ! বিষয়বস্তুর কী অক্ষমতা! এক বাইকের ছবি থেকে কত কিছুই না হয়ে গেল!’
অমিতাভ বচ্চন জানান, ‘আসলে ছবিটি শুটিংয়ের। গত রোববার মুম্বাইয়ের রাস্তায় শুটিং হচ্ছিল। এর জন্য কর্তৃপক্ষ থেকে যথাযথ অনুমতিও নেওয়া হয়েছিল। সাপ্তাহিক ছুটির দিনে এলাকা খালি থাকার কারণেই শুটিংয়ের জন্য ওই দিনটি বাছা হয়েছিল। আর পুলিশের সাহায্যে রাস্তা ব্লকও করে রাখা হয়েছিল।’
অমিতাভ আরও জানান, তিনি যে বাইকে চড়েছিলেন, তা চলছিল না। আর সামনের মানুষটি শুটিং সেটেরই সদস্য ছিলেন। শুটিংয়ের জন্য বিষয়টি করা হয়েছিল। নিছক মজা করেই ছবিটি পোস্ট করেছিলেন।
ঘটনার সূত্রপাত গত সোমবার। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছিলেন, ‘ধন্যবাদ ভাই। যদিও তোমাকে আমি চিনি না। কিন্তু আমাকে সাহায্য করে লোকেশনে পৌঁছে দিলে। এই নাছোড়বান্দা জ্যাম এড়িয়ে এতটা তাড়াতাড়ি নিয়ে আমাকে এলে। হলুদ টি-শার্ট, টুপি ও হাফ প্যান্ট পরা ভাই ধন্যবাদ।’
এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুরু হয় তোলপাড়। অনেকেই অমিতাভকে নিয়ে কটাক্ষ বিদ্রূপ করেছেন।
বিদ্রুপের জবাব দিয়ে নিজের ব্লগের শেষে অমিতাভ লিখেছেন, ‘আপনাদের চিন্তা, পরোয়া, ভালোবাসা, সমালোচনা, ট্রলের জন্য ধন্যবাদ! আবার দেরি হয়ে গেল। জরুরি কিছু মিটিং ছিল আর তাতে বেশ খানিকটা সময় চলে গেল। তাই একটু বিশ্রাম নিয়ে আবার কাজে ফিরে এসেছি। চেষ্টা করব আর যেন ব্লগ আসতে দেরি না হয়। আর সরি এভাবে সবাইকে চিন্তায় ফেলার জন্য, আর ট্রাফিক আইন ভাঙা নিয়ে ভুল ভাবনা দেওয়ার জন্য। আমি কোনো আইন ভাঙিনি। সবার জন্য ভালোবাসা রইল।’
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
১ দিন আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
১ দিন আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
১ দিন আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
২ দিন আগে