Ajker Patrika

হেলমেট ছাড়া বাইকে চড়ায় পুলিশের নোটিশ: যা জানালেন অমিতাভ

আপডেট : ১৭ মে ২০২৩, ১৫: ৪৮
হেলমেট ছাড়া বাইকে চড়ায় পুলিশের নোটিশ: যা জানালেন অমিতাভ

হেলমেট ছাড়া বাইকে চড়ে মুম্বাই পুলিশের নোটিশের পেয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এবার নিজের ব্লগে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। তিনি লিখেছেন, ‘আহ! বিষয়বস্তুর কী অক্ষমতা! এক বাইকের ছবি থেকে কত কিছুই না হয়ে গেল!’

অমিতাভ বচ্চন জানান, ‘আসলে ছবিটি শুটিংয়ের। গত রোববার মুম্বাইয়ের রাস্তায় শুটিং হচ্ছিল। এর জন্য কর্তৃপক্ষ থেকে যথাযথ অনুমতিও নেওয়া হয়েছিল। সাপ্তাহিক ছুটির দিনে এলাকা খালি থাকার কারণেই শুটিংয়ের জন্য ওই দিনটি বাছা হয়েছিল। আর পুলিশের সাহায্যে রাস্তা ব্লকও করে রাখা হয়েছিল।’

অমিতাভ আরও জানান, তিনি যে বাইকে চড়েছিলেন, তা চলছিল না। আর সামনের মানুষটি শুটিং সেটেরই সদস্য ছিলেন। শুটিংয়ের জন্য বিষয়টি করা হয়েছিল। নিছক মজা করেই ছবিটি পোস্ট করেছিলেন।

ঘটনার সূত্রপাত গত সোমবার। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছিলেন, ‘ধন্যবাদ ভাই। যদিও তোমাকে আমি চিনি না। কিন্তু আমাকে সাহায্য করে লোকেশনে পৌঁছে দিলে। এই নাছোড়বান্দা জ্যাম এড়িয়ে এতটা তাড়াতাড়ি নিয়ে আমাকে এলে। হলুদ টি-শার্ট, টুপি ও হাফ প্যান্ট পরা ভাই ধন্যবাদ।’

এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুরু হয় তোলপাড়। অনেকেই অমিতাভকে নিয়ে কটাক্ষ বিদ্রূপ করেছেন।

বিদ্রুপের জবাব দিয়ে নিজের ব্লগের শেষে অমিতাভ লিখেছেন, ‘আপনাদের চিন্তা, পরোয়া, ভালোবাসা, সমালোচনা, ট্রলের জন্য ধন্যবাদ! আবার দেরি হয়ে গেল। জরুরি কিছু মিটিং ছিল আর তাতে বেশ খানিকটা সময় চলে গেল। তাই একটু বিশ্রাম নিয়ে আবার কাজে ফিরে এসেছি। চেষ্টা করব আর যেন ব্লগ আসতে দেরি না হয়। আর সরি এভাবে সবাইকে চিন্তায় ফেলার জন্য, আর ট্রাফিক আইন ভাঙা নিয়ে ভুল ভাবনা দেওয়ার জন্য। আমি কোনো আইন ভাঙিনি। সবার জন্য ভালোবাসা রইল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত