বিনোদন ডেস্ক
গত সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে একটার পর একটা রেকর্ড গড়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। সব থেকে বেশি আয় করা হিন্দি সিনেমার তকমা অর্জনের পর এবার অ্যাটলি পরিচালিত সিনেমাটির মুকুটে নতুন পালক যুক্ত হলো। নেটফ্লিক্সে কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। আর সেখানেই ভারতে সব থেকে বেশিবার দেখা সিনেমার খেতাব পেল এটি।
গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিনই মোট তিনটি ভাষায় ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। হিন্দি, তামিল, তেলুগু সব কটা ভাষা মিলিয়ে এটি ওটিটি প্ল্যাটফর্মটিতে ভারতের সব থেকে বেশি বার দেখা সিনেমার খেতাব জিতেছে, তাও মুক্তির দুই সপ্তাহের মধ্যেই।
এই সাফল্যের পর উচ্ছ্বাস প্রকাশ করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জওয়ান বর্তমানে নেটফ্লিক্সে ভারতের সব থেকে বেশিবার দেখা সিনেমা। ভক্তদের ভালোবাসার কথা মাথায় রেখেই আমরা এখানে এই ছবির এক্সটেনডেড ভার্সন মুক্তি দিয়েছিলাম। দারুণ সাড়া পেয়েছি আমরা দর্শকদের থেকে। জওয়ান কেবল একটি সিনেমা নয়, এটা গল্প বলার উদ্যাপন, প্যাশনের উদ্যাপন। এমনকি আমাদের বর্ণময় সিনেমা জগতের উদ্যাপন। নেটফ্লিক্সে এই সাফল্য পাওয়ায় আমি দারুণ গর্বিত।’
উল্লেখ্য, অ্যাটলি কুমার পরিচালিত রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ ছাড়াও আছেন–নয়নতারা, বিজয় সেতুপতি। এ ছাড়া দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা গেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১ হাজার ১৪০ কোটি রুপি ছাড়িয়েছে।
গত সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে একটার পর একটা রেকর্ড গড়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। সব থেকে বেশি আয় করা হিন্দি সিনেমার তকমা অর্জনের পর এবার অ্যাটলি পরিচালিত সিনেমাটির মুকুটে নতুন পালক যুক্ত হলো। নেটফ্লিক্সে কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। আর সেখানেই ভারতে সব থেকে বেশিবার দেখা সিনেমার খেতাব পেল এটি।
গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিনই মোট তিনটি ভাষায় ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। হিন্দি, তামিল, তেলুগু সব কটা ভাষা মিলিয়ে এটি ওটিটি প্ল্যাটফর্মটিতে ভারতের সব থেকে বেশি বার দেখা সিনেমার খেতাব জিতেছে, তাও মুক্তির দুই সপ্তাহের মধ্যেই।
এই সাফল্যের পর উচ্ছ্বাস প্রকাশ করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জওয়ান বর্তমানে নেটফ্লিক্সে ভারতের সব থেকে বেশিবার দেখা সিনেমা। ভক্তদের ভালোবাসার কথা মাথায় রেখেই আমরা এখানে এই ছবির এক্সটেনডেড ভার্সন মুক্তি দিয়েছিলাম। দারুণ সাড়া পেয়েছি আমরা দর্শকদের থেকে। জওয়ান কেবল একটি সিনেমা নয়, এটা গল্প বলার উদ্যাপন, প্যাশনের উদ্যাপন। এমনকি আমাদের বর্ণময় সিনেমা জগতের উদ্যাপন। নেটফ্লিক্সে এই সাফল্য পাওয়ায় আমি দারুণ গর্বিত।’
উল্লেখ্য, অ্যাটলি কুমার পরিচালিত রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ ছাড়াও আছেন–নয়নতারা, বিজয় সেতুপতি। এ ছাড়া দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা গেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১ হাজার ১৪০ কোটি রুপি ছাড়িয়েছে।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১৫ মিনিট আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৩ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৫ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৬ ঘণ্টা আগে