বিনোদন ডেস্ক
অভিষেক বচ্চনের আসন্ন চলচ্চিত্র ‘বব বিশ্বাস’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। এরই মধ্যে ট্রেলারটি নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে। ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন অভিষেক বচ্চনের বাবা বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনও।
আজ শনিবার সকালে অমিতাভ তাঁর ইনস্টাগ্রামে ট্রেলারটি শেয়ার করেছেন। লিখেছেন একটি মাত্র লাইন। তাতেই ছেলের অভিনয়ের প্রতি বাবার মুগ্ধতা ঝরেছে। অমিতাভ বচ্চন লিখেছেন, ‘তুমি আমার ছেলে, এটি বলতে আমার গর্ব হয়।'
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লকবাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। আর সেই ছবিরই একটি ছোট্ট চরিত্র ছিল বব বিশ্বাস। পর্দায় অল্প সময় থাকলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস। ‘কাহানি’তে ববের চরিত্রে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক।
এই ছবিতে একজন খুনির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিষেককে। তাঁর সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন চিত্রাঙ্গদা সিং, বাঙালি অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তসহ আরও অনেকে।
আগামী ৩ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি-৫-এ মুক্তি পাবে সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষের নির্দেশনায় তৈরি এই ছবি। এর প্রযোজনায় আছে শাহরুখ খানের প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’।
অভিষেক বচ্চনের আসন্ন চলচ্চিত্র ‘বব বিশ্বাস’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। এরই মধ্যে ট্রেলারটি নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে। ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন অভিষেক বচ্চনের বাবা বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনও।
আজ শনিবার সকালে অমিতাভ তাঁর ইনস্টাগ্রামে ট্রেলারটি শেয়ার করেছেন। লিখেছেন একটি মাত্র লাইন। তাতেই ছেলের অভিনয়ের প্রতি বাবার মুগ্ধতা ঝরেছে। অমিতাভ বচ্চন লিখেছেন, ‘তুমি আমার ছেলে, এটি বলতে আমার গর্ব হয়।'
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লকবাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। আর সেই ছবিরই একটি ছোট্ট চরিত্র ছিল বব বিশ্বাস। পর্দায় অল্প সময় থাকলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস। ‘কাহানি’তে ববের চরিত্রে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক।
এই ছবিতে একজন খুনির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিষেককে। তাঁর সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন চিত্রাঙ্গদা সিং, বাঙালি অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তসহ আরও অনেকে।
আগামী ৩ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি-৫-এ মুক্তি পাবে সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষের নির্দেশনায় তৈরি এই ছবি। এর প্রযোজনায় আছে শাহরুখ খানের প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৯ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৯ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৪ ঘণ্টা আগে