Ajker Patrika

ফেক ভিডিও নিয়ে বিব্রত রাশমিকা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৮: ২১
ফেক ভিডিও নিয়ে বিব্রত রাশমিকা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার আপত্তিকর এক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। যদিও এটি ডিপফেক ভিডিও। প্রযুক্তির কারসাজিতে তৈরি ভিডিওটি নিয়ে চলছে আলোচনা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অমিতাভ বচ্চন। এ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানাও।

আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে টুইট করেছেন রাশমিকা। অভিনেত্রী লিখেছেন, ‘নেট দুনিয়ায় আমার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে। সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি শঙ্কিত। এই শঙ্কা শুধু নিজের জন্য না, বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।’

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাসবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লিখেন, ‘আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কাছেও কৃতজ্ঞ; যারা আমাকে এই সময়ে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজজীবনে ঘটত, তবে আমি কীভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সবার উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’

রাশমিকার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত