Ajker Patrika

বলিউড বনাম দক্ষিণ: কোনটি এগিয়ে রাখলেন অমিতাভ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৫: ৪৬
বলিউড বনাম দক্ষিণ: কোনটি এগিয়ে রাখলেন অমিতাভ

বিগত কয়েক বছরে বলিউড বনাম দক্ষিণ ভারতীয় সিনেমা নিয়ে তর্ক প্রকাশ্যে এসেছে। এবার এই প্রসঙ্গে নিজের মনোভাব ব্যক্ত করলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। গত শনিবার ভারতের পুনের একটি বিশ্ববিদ্যালয় আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা। সেখানেই এসব নিয়ে কথা বলেন অমিতাভ।

বক্তব্যে অমিতাভ দক্ষিণি সিনেমার প্রশংসা করেন। কিন্তু বলিউডের তুলনায় দক্ষিণি ইন্ডাস্ট্রিতে যে এখন বেশি ভালো ছবি তৈরি হচ্ছে, তা সম্পূর্ণরূপে মানতে নারাজ বর্ষীয়ান অভিনেতা। অমিতাভের যুক্তি, ‘আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে খুব ভালো ছবি তৈরি হচ্ছে। কিন্তু আমি তাঁদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে, হিন্দি ছবির গল্পকেই ওরা নতুন মোড়কে হাজির করছেন।’

কথা প্রসঙ্গেই অভিনেতা জানান, তাঁর সুপারহিট ‘দিওয়ার’, ‘শোলে’ বা ‘শক্তি’ সিনেমা বহু দক্ষিণি ছবি তৈরির নেপথ্যে অনুপ্রেরণার কাজ করেছে। এই মুহূর্তে মালয়ালাম এবং তামিল ইন্ডাস্ট্রিতে মৌলিক ছবির যে গুণগত মান, তার কথা উল্লেখ করেন বিগ বি। একই সঙ্গে বলেন, ‘কিন্তু এর মানে কোনো নির্দিষ্ট একটি অঞ্চলের দিকে আঙুল তুলে ওরা ভালো করছে আর আমরা পারছি না, সেটা বলা ঠিক নয়।’

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীতএ ছাড়া সিনেমা শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি বিতর্ক প্রসঙ্গেও আলোচনা করেন অমিতাভ। হলিউডের কলাকুশলীদের ‘এআই’ বিরোধী ধর্মঘটের প্রসঙ্গও তিনি উত্থাপন করেন। অমিতাভের আশঙ্কা, ‘অদূর ভবিষ্যতে হয়তো সে দিনও আসবে, যখন আমার পরিবর্তে আমার এআই-কে ডাকা হবে!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত