বিনোদন ডেস্ক
করোনায় সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। যার কারণে আগেই বোঝা গিয়েছিল, ঘোষণা দিলেও চলতি বছরের বড়দিনে আসছে না আমির খানের আলোচিত ছবি ‘লাল সিং চাড্ডা’। তবে জানা যায়, আমির খানের ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষের পথে। বলা যায়, ৯৯ শতাংশ শুটিং শেষ। মুম্বাইয়ে ৩ দিনের জন্য স্টুডিওতে শুটিংয়ের পর সিনেমার শুটিংয়ে ইতি টানা হবে।
যদি কোনো দৃশ্য বাদ বা নতুন করে যোগ না করা হয় তাহলে ছবির শুটিং শেষে পোস্ট প্রডাকশন শুরু করা হবে। আমির খান বলেন,‘কাজ যেহেতু শেষের পথে তবে পরিস্থিতি অতিরিক্ত খারাপ না হলে এই বছর বড়দিনেই আসছে ছবিটি।’
সিনেমায় বাকি দুই খানের ক্যামিও আছে বলে শোনা যায়। এছাড়া আক্কেনিনি নাগাচৈতন্য, কারিনা কাপুর খানও আছে এই সিনেমায়।
বড়দিনে ‘পুস্পা’ এবং ‘স্পাইডার ম্যান’ এর সাথে সিনেমাটির ক্ল্যাশ হতে পারে।
১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরিচালনায় আছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।
করোনায় সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। যার কারণে আগেই বোঝা গিয়েছিল, ঘোষণা দিলেও চলতি বছরের বড়দিনে আসছে না আমির খানের আলোচিত ছবি ‘লাল সিং চাড্ডা’। তবে জানা যায়, আমির খানের ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষের পথে। বলা যায়, ৯৯ শতাংশ শুটিং শেষ। মুম্বাইয়ে ৩ দিনের জন্য স্টুডিওতে শুটিংয়ের পর সিনেমার শুটিংয়ে ইতি টানা হবে।
যদি কোনো দৃশ্য বাদ বা নতুন করে যোগ না করা হয় তাহলে ছবির শুটিং শেষে পোস্ট প্রডাকশন শুরু করা হবে। আমির খান বলেন,‘কাজ যেহেতু শেষের পথে তবে পরিস্থিতি অতিরিক্ত খারাপ না হলে এই বছর বড়দিনেই আসছে ছবিটি।’
সিনেমায় বাকি দুই খানের ক্যামিও আছে বলে শোনা যায়। এছাড়া আক্কেনিনি নাগাচৈতন্য, কারিনা কাপুর খানও আছে এই সিনেমায়।
বড়দিনে ‘পুস্পা’ এবং ‘স্পাইডার ম্যান’ এর সাথে সিনেমাটির ক্ল্যাশ হতে পারে।
১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরিচালনায় আছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।
শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৩ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৪ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৪ ঘণ্টা আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
৬ ঘণ্টা আগে