তুষার কাপুর প্রথমবার ওটিটিতে

বিনোদন ডেস্ক
Thumbnail image

ওটিটি-তে ডেবিউ হতে যাচ্ছে বলিউড অভিনেতা তুষার কাপুরের। পরিচালক অভিষেক জয়সোয়ালের ‘ডাঙ্ক’ ছবি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন তুষার কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমেডি চরিত্রের বাইরে যখন নতুন কিছু করতে চাইছিলেন, সেই সময়েই এই ছবির প্রস্তাব পান।

তুষার বলেন ‘এই ধরনের চরিত্রে দর্শকেরা আমাকে বেশি দেখেননি। আমার জন্যও নতুন পুরোটা। একটা সোশ্যাল মেসেজ আছে এই ছবির। আমি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছি। গ্রে শেড আছে এই চরিত্রটায়। এই চরিত্রটা নেওয়া মানে নিজেকেই চ্যালেঞ্জ করা। আমি দেখতে চাই আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কতটা ভালো অভিনয় করতে পারি।’

অভিনেতা আরও বলেন, ‘আমি এখন যে কাজগুলো করছি, কোনও চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। আমি অন্য ধরনের চরিত্র করার কথা ভাবছিলাম। কিন্তু খুব অ্যাকটিভলি যে খুঁজেছি তা নয়। তাও আমার কাছে বেশ অনেকগুলো নন-কমিক চরিত্রে অভিনয় করার অফার আসে।’

তুষার কাপুর। ছবি: সংগৃহীততা হলে কি এই সিনেমার গল্পটা বেশ আলাদা হবে। তুষারের জবাব, ‘ওটিটি মানেই সবাই নতুন ধরনের কিছু দেখতে চান এই ধারণা ভুল। নানা ধরনের দর্শক আছেন। তাঁদের পছন্দ অনুযায়ী নানা ধরনের কনটেন্ট থাকার ফলে ওটিটি এত জনপ্রিয় এখন।

তুষার কাপুর। ছবি: সংগৃহীতউল্লেখ্য, তুষার কাপুরকে পরবর্তীতে ‘কাপকাপি’ সিনেমায় দেখা যাবে। ব্র্যাভো এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজক জয়েশ প্যাটেল। এর গল্প লিখেছেন সৌরভ আনন্দ এবং কুমার প্রিয়দর্শীর। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন—শ্রেয়াস তালপাড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত