ওটিটি-তে ডেবিউ হতে যাচ্ছে বলিউড অভিনেতা তুষার কাপুরের। পরিচালক অভিষেক জয়সোয়ালের ‘ডাঙ্ক’ ছবি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন তুষার কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমেডি চরিত্রের বাইরে যখন নতুন কিছু করতে চাইছিলেন, সেই সময়েই এই ছবির প্রস্তাব পান।
তুষার বলেন ‘এই ধরনের চরিত্রে দর্শকেরা আমাকে বেশি দেখেননি। আমার জন্যও নতুন পুরোটা। একটা সোশ্যাল মেসেজ আছে এই ছবির। আমি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছি। গ্রে শেড আছে এই চরিত্রটায়। এই চরিত্রটা নেওয়া মানে নিজেকেই চ্যালেঞ্জ করা। আমি দেখতে চাই আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কতটা ভালো অভিনয় করতে পারি।’
অভিনেতা আরও বলেন, ‘আমি এখন যে কাজগুলো করছি, কোনও চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। আমি অন্য ধরনের চরিত্র করার কথা ভাবছিলাম। কিন্তু খুব অ্যাকটিভলি যে খুঁজেছি তা নয়। তাও আমার কাছে বেশ অনেকগুলো নন-কমিক চরিত্রে অভিনয় করার অফার আসে।’
তা হলে কি এই সিনেমার গল্পটা বেশ আলাদা হবে। তুষারের জবাব, ‘ওটিটি মানেই সবাই নতুন ধরনের কিছু দেখতে চান এই ধারণা ভুল। নানা ধরনের দর্শক আছেন। তাঁদের পছন্দ অনুযায়ী নানা ধরনের কনটেন্ট থাকার ফলে ওটিটি এত জনপ্রিয় এখন।
উল্লেখ্য, তুষার কাপুরকে পরবর্তীতে ‘কাপকাপি’ সিনেমায় দেখা যাবে। ব্র্যাভো এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজক জয়েশ প্যাটেল। এর গল্প লিখেছেন সৌরভ আনন্দ এবং কুমার প্রিয়দর্শীর। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন—শ্রেয়াস তালপাড়ে।
ওটিটি-তে ডেবিউ হতে যাচ্ছে বলিউড অভিনেতা তুষার কাপুরের। পরিচালক অভিষেক জয়সোয়ালের ‘ডাঙ্ক’ ছবি দিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন তুষার কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কমেডি চরিত্রের বাইরে যখন নতুন কিছু করতে চাইছিলেন, সেই সময়েই এই ছবির প্রস্তাব পান।
তুষার বলেন ‘এই ধরনের চরিত্রে দর্শকেরা আমাকে বেশি দেখেননি। আমার জন্যও নতুন পুরোটা। একটা সোশ্যাল মেসেজ আছে এই ছবির। আমি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে চলেছি। গ্রে শেড আছে এই চরিত্রটায়। এই চরিত্রটা নেওয়া মানে নিজেকেই চ্যালেঞ্জ করা। আমি দেখতে চাই আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কতটা ভালো অভিনয় করতে পারি।’
অভিনেতা আরও বলেন, ‘আমি এখন যে কাজগুলো করছি, কোনও চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। আমি অন্য ধরনের চরিত্র করার কথা ভাবছিলাম। কিন্তু খুব অ্যাকটিভলি যে খুঁজেছি তা নয়। তাও আমার কাছে বেশ অনেকগুলো নন-কমিক চরিত্রে অভিনয় করার অফার আসে।’
তা হলে কি এই সিনেমার গল্পটা বেশ আলাদা হবে। তুষারের জবাব, ‘ওটিটি মানেই সবাই নতুন ধরনের কিছু দেখতে চান এই ধারণা ভুল। নানা ধরনের দর্শক আছেন। তাঁদের পছন্দ অনুযায়ী নানা ধরনের কনটেন্ট থাকার ফলে ওটিটি এত জনপ্রিয় এখন।
উল্লেখ্য, তুষার কাপুরকে পরবর্তীতে ‘কাপকাপি’ সিনেমায় দেখা যাবে। ব্র্যাভো এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজক জয়েশ প্যাটেল। এর গল্প লিখেছেন সৌরভ আনন্দ এবং কুমার প্রিয়দর্শীর। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন—শ্রেয়াস তালপাড়ে।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
১০ ঘণ্টা আগেসিনেমার প্রিমিয়ার নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না। পরের সিনেমারও না।’
১১ ঘণ্টা আগেচলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত
১৯ ঘণ্টা আগেসম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
১ দিন আগে