বিজেপির কঙ্গনা বললেন, গেরুয়া ঢেউ চলছে, চলবে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৫: ৩৪
Thumbnail image

বলিউড অভিনেত্রী ও ভারতে ক্ষমতাসীন বিজেপির রাজনীতিবিদ কঙ্গনা রনৌত বলেছেন, গেরুয়ার ঢেউ চলেছে, চলবে। গতকাল মঙ্গলবার রাজস্থানে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী গজেন্দ্র সিং শেখাওয়াতের পক্ষে মিছিলে যোগ দিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী। এনডিটিভির খবর থেকে এ তথ্য জানা গেছে। 

চলতি লোকসভা নির্বাচনে কঙ্গনা রনৌত নিজেও বিজেপির টিকিটে হিমাচল রাজ্যের মান্দি আসন থেকে লড়ছেন। গতকাল যোধপুরে মিছিলে যোগ দিয়ে মাথায় রাজস্থানী কায়দায় পাগড়ি পরে দলীয় সমর্থক পরিবেষ্টিত হয়ে স্লোগান দিতে থাকেন, ‘ভারত মাতা কি জয়’ ও ‘জয় শ্রী রাম’। 

এনডিটিভির সঙ্গে আলাপকালে বিজেপির গেরুয়া রঙের দলীয় পতাকা দোলাতে দোলাতে বলেন, ‘যোধপুরে গেরুয়া ঢেউ বয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ভাগওয়া হি লেহরায়া থা, ভাগওয়া হি লেহরায়ে গা।’ অর্থাৎ, ‘গেরুয়াই (বিজেপির পতাকা) উড়েছে, গেরুয়াই উড়তে থাকবে।’ সোজা কথায়, গেরুয়া ঢেউ চলেছে, চলবে। 
 
বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘লোকজনের মধ্যে যে শক্তি ও উদ্দীপনা দেখা যাচ্ছে তা আমলে নিতে হবে। আমরা বিজেপির প্রতি লোকজনের ভালোবাসা দেখতে পাচ্ছি।’ 

পরে পালিতে বিজেপির আরেক প্রার্থী পিপি চৌধুরীর হয়েও মিছিলে অংশ নেন কঙ্গনা। সেখানে তিনি কংগ্রেসের বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ আনেন। কঙ্গনা বলেন, ‘তারা (কংগ্রেস) আমার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছে এবং আমার চরিত্র ধরে টান দিয়েছে। কিন্তু আমার সৈনিকেরাও তার পাল্টা জবাব দিয়েছে কারণ, আমার শরীরেও রাজস্থানী রক্ত বইছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত