অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী ও ভারতে ক্ষমতাসীন বিজেপির রাজনীতিবিদ কঙ্গনা রনৌত বলেছেন, গেরুয়ার ঢেউ চলেছে, চলবে। গতকাল মঙ্গলবার রাজস্থানে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী গজেন্দ্র সিং শেখাওয়াতের পক্ষে মিছিলে যোগ দিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী। এনডিটিভির খবর থেকে এ তথ্য জানা গেছে।
চলতি লোকসভা নির্বাচনে কঙ্গনা রনৌত নিজেও বিজেপির টিকিটে হিমাচল রাজ্যের মান্দি আসন থেকে লড়ছেন। গতকাল যোধপুরে মিছিলে যোগ দিয়ে মাথায় রাজস্থানী কায়দায় পাগড়ি পরে দলীয় সমর্থক পরিবেষ্টিত হয়ে স্লোগান দিতে থাকেন, ‘ভারত মাতা কি জয়’ ও ‘জয় শ্রী রাম’।
এনডিটিভির সঙ্গে আলাপকালে বিজেপির গেরুয়া রঙের দলীয় পতাকা দোলাতে দোলাতে বলেন, ‘যোধপুরে গেরুয়া ঢেউ বয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ভাগওয়া হি লেহরায়া থা, ভাগওয়া হি লেহরায়ে গা।’ অর্থাৎ, ‘গেরুয়াই (বিজেপির পতাকা) উড়েছে, গেরুয়াই উড়তে থাকবে।’ সোজা কথায়, গেরুয়া ঢেউ চলেছে, চলবে।
বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘লোকজনের মধ্যে যে শক্তি ও উদ্দীপনা দেখা যাচ্ছে তা আমলে নিতে হবে। আমরা বিজেপির প্রতি লোকজনের ভালোবাসা দেখতে পাচ্ছি।’
পরে পালিতে বিজেপির আরেক প্রার্থী পিপি চৌধুরীর হয়েও মিছিলে অংশ নেন কঙ্গনা। সেখানে তিনি কংগ্রেসের বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ আনেন। কঙ্গনা বলেন, ‘তারা (কংগ্রেস) আমার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছে এবং আমার চরিত্র ধরে টান দিয়েছে। কিন্তু আমার সৈনিকেরাও তার পাল্টা জবাব দিয়েছে কারণ, আমার শরীরেও রাজস্থানী রক্ত বইছে।’
বলিউড অভিনেত্রী ও ভারতে ক্ষমতাসীন বিজেপির রাজনীতিবিদ কঙ্গনা রনৌত বলেছেন, গেরুয়ার ঢেউ চলেছে, চলবে। গতকাল মঙ্গলবার রাজস্থানে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী গজেন্দ্র সিং শেখাওয়াতের পক্ষে মিছিলে যোগ দিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী। এনডিটিভির খবর থেকে এ তথ্য জানা গেছে।
চলতি লোকসভা নির্বাচনে কঙ্গনা রনৌত নিজেও বিজেপির টিকিটে হিমাচল রাজ্যের মান্দি আসন থেকে লড়ছেন। গতকাল যোধপুরে মিছিলে যোগ দিয়ে মাথায় রাজস্থানী কায়দায় পাগড়ি পরে দলীয় সমর্থক পরিবেষ্টিত হয়ে স্লোগান দিতে থাকেন, ‘ভারত মাতা কি জয়’ ও ‘জয় শ্রী রাম’।
এনডিটিভির সঙ্গে আলাপকালে বিজেপির গেরুয়া রঙের দলীয় পতাকা দোলাতে দোলাতে বলেন, ‘যোধপুরে গেরুয়া ঢেউ বয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ভাগওয়া হি লেহরায়া থা, ভাগওয়া হি লেহরায়ে গা।’ অর্থাৎ, ‘গেরুয়াই (বিজেপির পতাকা) উড়েছে, গেরুয়াই উড়তে থাকবে।’ সোজা কথায়, গেরুয়া ঢেউ চলেছে, চলবে।
বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘লোকজনের মধ্যে যে শক্তি ও উদ্দীপনা দেখা যাচ্ছে তা আমলে নিতে হবে। আমরা বিজেপির প্রতি লোকজনের ভালোবাসা দেখতে পাচ্ছি।’
পরে পালিতে বিজেপির আরেক প্রার্থী পিপি চৌধুরীর হয়েও মিছিলে অংশ নেন কঙ্গনা। সেখানে তিনি কংগ্রেসের বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ আনেন। কঙ্গনা বলেন, ‘তারা (কংগ্রেস) আমার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছে এবং আমার চরিত্র ধরে টান দিয়েছে। কিন্তু আমার সৈনিকেরাও তার পাল্টা জবাব দিয়েছে কারণ, আমার শরীরেও রাজস্থানী রক্ত বইছে।’
গত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
২ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
২ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৩ ঘণ্টা আগেপারিশ্রমিক বিষয়ক জটিলতার কারণে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আইটেম গানে পারফর্মের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রদ্ধা কাপুর। এবার খবর পাওয়া গেল, ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচবেন তিনি।
১৩ ঘণ্টা আগে