বিনোদন ডেস্ক
ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে অক্ষয় কুমারের নাম রয়েছে। এত ধনী হওয়া সত্বেও সংসারের সব খরচ তাঁকে একা বহন করতে দেন না অক্ষয়ের স্ত্রী বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তাঁরা। টুইঙ্কেল জানান, তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারার পড়াশোনার যাবতীয় খরচের ভার তিনি স্বেচ্ছায় নিজের কাঁধে তুলেছেন।
টুইক ইন্ডিয়ার জন্য কাজলের সাক্ষাৎকার নিচ্ছিলেন টুইঙ্কেল। সেখানেই গল্প-আড্ডার ফাঁকে কাজলকে টুইঙ্কেল জিজ্ঞেস করেন যে কীভাবে তিনি ও তার স্বামী অজয় দেবগণ সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। উদাহরণ হিসেবে নিজের প্রসঙ্গ টেনে টুইঙ্কেল বলেন,‘এই যেমন আমার দুই সন্তানের পড়াশোনার সব খরচের দায়িত্ব আমি নিয়েছি’। এরপর মজা করে তাঁর সংযোজন, ‘ভবিষ্যতে ওদের বলতে পারব যে তোরা যে আজ পড়াশোনা করে শিক্ষিত হয়েছিস, তার একমাত্র কারণ আমিই!’
সেই কথার উত্তরে কাজল জানান, তাঁর আর অজয়ের সংসারে সবরকমের অনলাইনে খরচ মেটানোর দায়িত্ব তাঁর উপর ন্যস্ত রয়েছে। অন্যদিকে, সংসারের সবরকমের অফলাইন পেমেন্ট অজয় নিজের দায়িত্বে করেন। তবে সংসার সামলাতে যে অজয় বেশ পরিপক্ক, সেকথাও জানিয়েছেনে এই বলিউড অভিনেত্রী। কাজলের কথায়, ‘আমাদের দুই সন্তানের সমস্ত খুঁটিনাটি বিষয় অজয় ভীষণভাবে খেয়াল রাখে। তাঁদের জন্য ভোরে উঠে টিফিন প্যাক করে স্কুলে পাঠানো থেকে তাঁদের হোমওয়ার্ক পর্যন্ত। স্কুলে কি রেজাল্ট আসলো তারও নিয়মিত খেয়াল রাখে অজয়।’
২০০১ সালে বিয়ে করেছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারা। ২০০২ সালে আরভের জন্ম, ২০১২ সালে নিতারারি জন্ম।
অন্যদিকে বলিউডের অন্যতম সেরা দম্পতি কাজল ও অজয় দেবগন। ২১ বছর ধরে একসঙ্গে পথ চলছেন তারা। তাদের সম্পর্কের রসায়ন এখনও বেশ মজবুত।
ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে অক্ষয় কুমারের নাম রয়েছে। এত ধনী হওয়া সত্বেও সংসারের সব খরচ তাঁকে একা বহন করতে দেন না অক্ষয়ের স্ত্রী বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তাঁরা। টুইঙ্কেল জানান, তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারার পড়াশোনার যাবতীয় খরচের ভার তিনি স্বেচ্ছায় নিজের কাঁধে তুলেছেন।
টুইক ইন্ডিয়ার জন্য কাজলের সাক্ষাৎকার নিচ্ছিলেন টুইঙ্কেল। সেখানেই গল্প-আড্ডার ফাঁকে কাজলকে টুইঙ্কেল জিজ্ঞেস করেন যে কীভাবে তিনি ও তার স্বামী অজয় দেবগণ সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। উদাহরণ হিসেবে নিজের প্রসঙ্গ টেনে টুইঙ্কেল বলেন,‘এই যেমন আমার দুই সন্তানের পড়াশোনার সব খরচের দায়িত্ব আমি নিয়েছি’। এরপর মজা করে তাঁর সংযোজন, ‘ভবিষ্যতে ওদের বলতে পারব যে তোরা যে আজ পড়াশোনা করে শিক্ষিত হয়েছিস, তার একমাত্র কারণ আমিই!’
সেই কথার উত্তরে কাজল জানান, তাঁর আর অজয়ের সংসারে সবরকমের অনলাইনে খরচ মেটানোর দায়িত্ব তাঁর উপর ন্যস্ত রয়েছে। অন্যদিকে, সংসারের সবরকমের অফলাইন পেমেন্ট অজয় নিজের দায়িত্বে করেন। তবে সংসার সামলাতে যে অজয় বেশ পরিপক্ক, সেকথাও জানিয়েছেনে এই বলিউড অভিনেত্রী। কাজলের কথায়, ‘আমাদের দুই সন্তানের সমস্ত খুঁটিনাটি বিষয় অজয় ভীষণভাবে খেয়াল রাখে। তাঁদের জন্য ভোরে উঠে টিফিন প্যাক করে স্কুলে পাঠানো থেকে তাঁদের হোমওয়ার্ক পর্যন্ত। স্কুলে কি রেজাল্ট আসলো তারও নিয়মিত খেয়াল রাখে অজয়।’
২০০১ সালে বিয়ে করেছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারা। ২০০২ সালে আরভের জন্ম, ২০১২ সালে নিতারারি জন্ম।
অন্যদিকে বলিউডের অন্যতম সেরা দম্পতি কাজল ও অজয় দেবগন। ২১ বছর ধরে একসঙ্গে পথ চলছেন তারা। তাদের সম্পর্কের রসায়ন এখনও বেশ মজবুত।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৭ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৭ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১২ ঘণ্টা আগে