অনলাইন ডেস্ক
সাবেক স্ত্রী হলেও আমির খানের সঙ্গে এখনো বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। দুজনের সম্মতিতেই একসঙ্গে না থাকলেও, তাঁরা একসঙ্গে এখনো কাজ করেন। কিন্তু সেই বন্ধু আমিরকে নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানকে একরকম দায়িত্বজ্ঞানহীন বলেই অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি কারিনা কাপুরের টক শোতে গিয়েছিলেন কিরণ রাও। সেখানেই আলাপচারিতার একপর্যায়ে সন্তানের প্রসঙ্গ টেনে কিরণ বলেন, ‘আমির খুবই ব্যস্ত বাবা। আমরা দুজনেই আজাদের সহ-অভিভাবক। কিন্তু বেশির ভাগ চিন্তাভাবনা, কাজ আমাকেই করতে হয়। আমিরকে এ নিয়ে কিছু বললে আমির স্পষ্টই বলে, রিল্যাক্স। আজাদকে নিয়ে এত ভাবতে হবে না। আসলে বিচ্ছেদের পরেও তো আমরা একই সঙ্গে থাকি, তাই আমির ঠিক বুঝতে পারল না। আমির তো আজাদের খোঁজই রাখে না। এমনকি আমির জানেনই না আজাদ কোন স্কুলে পড়ে, কী পড়ছে।’
আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিরণ বলেন, ‘সম্পর্ক ব্যাপারটা খুবই ব্যক্তিগত। একেকজন একেক রকমভাবে দেখে। আমি আর আমির বরাবরই বন্ধুত্বকে সবার ওপরে রেখেছি। বিয়েটা টিকল না, সেই খারাপ লাগাটা নিয়ে থেকে কোনো লাভ নেই। তার থেকে ভালো, সম্পর্কের ভালো দিকগুলো নিয়ে থাকা। যে ভালো সময়গুলো কাটিয়েছেন একসঙ্গে সেটা নিয়ে থাকুন। এতে নিজেও ভালো থাকতে পারবেন, অন্যজনও ভালো থাকবেন।’
সাবেক স্ত্রী হলেও আমির খানের সঙ্গে এখনো বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। দুজনের সম্মতিতেই একসঙ্গে না থাকলেও, তাঁরা একসঙ্গে এখনো কাজ করেন। কিন্তু সেই বন্ধু আমিরকে নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানকে একরকম দায়িত্বজ্ঞানহীন বলেই অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি কারিনা কাপুরের টক শোতে গিয়েছিলেন কিরণ রাও। সেখানেই আলাপচারিতার একপর্যায়ে সন্তানের প্রসঙ্গ টেনে কিরণ বলেন, ‘আমির খুবই ব্যস্ত বাবা। আমরা দুজনেই আজাদের সহ-অভিভাবক। কিন্তু বেশির ভাগ চিন্তাভাবনা, কাজ আমাকেই করতে হয়। আমিরকে এ নিয়ে কিছু বললে আমির স্পষ্টই বলে, রিল্যাক্স। আজাদকে নিয়ে এত ভাবতে হবে না। আসলে বিচ্ছেদের পরেও তো আমরা একই সঙ্গে থাকি, তাই আমির ঠিক বুঝতে পারল না। আমির তো আজাদের খোঁজই রাখে না। এমনকি আমির জানেনই না আজাদ কোন স্কুলে পড়ে, কী পড়ছে।’
আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিরণ বলেন, ‘সম্পর্ক ব্যাপারটা খুবই ব্যক্তিগত। একেকজন একেক রকমভাবে দেখে। আমি আর আমির বরাবরই বন্ধুত্বকে সবার ওপরে রেখেছি। বিয়েটা টিকল না, সেই খারাপ লাগাটা নিয়ে থেকে কোনো লাভ নেই। তার থেকে ভালো, সম্পর্কের ভালো দিকগুলো নিয়ে থাকা। যে ভালো সময়গুলো কাটিয়েছেন একসঙ্গে সেটা নিয়ে থাকুন। এতে নিজেও ভালো থাকতে পারবেন, অন্যজনও ভালো থাকবেন।’
তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু। এবার সেলেনা গোমেজকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
১০ ঘণ্টা আগে১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্তি। এ উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে রাজ কাপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। সেই চলচ্চিত্র উৎসবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পৌঁছে গিয়েছিল কাপুর পরিবার।
১১ ঘণ্টা আগেএকের পর এক ‘শনি’ লেগেছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমায়। তাও আবার যে সে ব্যাপার নয়, সিনেমাকে কেন্দ্র করে এবার আরেক মৃত্যুর খবর। এই সিনেমার প্রিমিয়ারে নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর স্মৃতি এখনো টাটকা। এর মধ্যেই এবার অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাগৃহে এই সিনেমা চলাকালীন ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে...
১২ ঘণ্টা আগেপাপিয়া সারোয়ার ১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। ষষ্ঠ শ্রেণিতে ছায়ানটে ভর্তি হওয়ার পর তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে গান শিখতে শুরু করেন। ১৯৬৭ সাল থেকে বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান গাইছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যা
১২ ঘণ্টা আগে