বিনোদন ডেস্ক
দাম্পত্যের ১৩ বছর পর আবারও বিয়ের আনুষ্ঠানিকতা পালন করলেন অভিনেত্রী সানি লিওন। পাত্র সেই একই—ড্যানিয়েল ওয়েবার। নিজেদের সম্পর্ককে উদ্যাপন করতে আবারও বিয়ের দিনের মতো প্রতিশ্রুতিবদ্ধ হলেন সানি-ড্যানিয়েল।
গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল তাঁদের বিয়ের আসর। প্রায়ই মালদ্বীপে সপরিবারে বেড়াতে যান সানি ও ড্যানিয়েল। তাই এই দ্বীপেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত।
সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। আয়োজন ছিল একেবারেই ছিমছাম ও পারিবারিক। বিশেষ দিনটি শুধু স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশার সঙ্গে কাটিয়েছেন সানি। এদিন পরিবারের সবাই পরেছিলেন সাদা পোশাক। ডিপনেক ওয়েডিং গাউনে নজর কেড়েছেন সানি।
বিয়ের অনুষ্ঠানে পরস্পরকে কেক খাইয়ে দেন সানি-ড্যানিয়েল। সানির জন্য বিশেষ লাভ লেটার লিখে এনে তা পড়ে শোনান ড্যানিয়েল।
এর আগে ২০১১ সালের ২০ জানুয়ারি শিখমতে আমেরিকান প্রযোজক, অভিনেতা ও উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেন সানি লিওন। অনেকদিন ধরেই তাঁরা খ্রিস্টানমতে বিয়ের পরিকল্পনা করছিলেন। তাঁদের চাওয়া ছিল, এ আয়োজনে যেন সন্তানরাও থাকতে পারে। তাই অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানদের স্কুল ছুটিতে নতুন করে বিয়ের স্বপ্ন পূরণ করলেন তাঁরা।
২০১৭ সালের জুলাইয়ে মহারাষ্ট্রের এক গ্রাম থেকে প্রথম সন্তান দত্তক নেন সানি-ড্যানিয়েল। দত্তক নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ২১ মাস। কন্যাসন্তানের নাম রাখা হয় নিশা কৌর ওয়েবার। এরপর ২০১৭ সালের মার্চে এ দম্পতি জানান সারোগেসির মাধ্যমে জমজ ছেলেসন্তান নোয়া ও আশহের জন্মের খবর।
সানি লিওনকে আগামীতে দেখা যাবে অনুরাগ কশ্যপের থ্রিলার সিনেমা ‘কেনেডি’তে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল।
দাম্পত্যের ১৩ বছর পর আবারও বিয়ের আনুষ্ঠানিকতা পালন করলেন অভিনেত্রী সানি লিওন। পাত্র সেই একই—ড্যানিয়েল ওয়েবার। নিজেদের সম্পর্ককে উদ্যাপন করতে আবারও বিয়ের দিনের মতো প্রতিশ্রুতিবদ্ধ হলেন সানি-ড্যানিয়েল।
গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল তাঁদের বিয়ের আসর। প্রায়ই মালদ্বীপে সপরিবারে বেড়াতে যান সানি ও ড্যানিয়েল। তাই এই দ্বীপেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত।
সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। আয়োজন ছিল একেবারেই ছিমছাম ও পারিবারিক। বিশেষ দিনটি শুধু স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশার সঙ্গে কাটিয়েছেন সানি। এদিন পরিবারের সবাই পরেছিলেন সাদা পোশাক। ডিপনেক ওয়েডিং গাউনে নজর কেড়েছেন সানি।
বিয়ের অনুষ্ঠানে পরস্পরকে কেক খাইয়ে দেন সানি-ড্যানিয়েল। সানির জন্য বিশেষ লাভ লেটার লিখে এনে তা পড়ে শোনান ড্যানিয়েল।
এর আগে ২০১১ সালের ২০ জানুয়ারি শিখমতে আমেরিকান প্রযোজক, অভিনেতা ও উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেন সানি লিওন। অনেকদিন ধরেই তাঁরা খ্রিস্টানমতে বিয়ের পরিকল্পনা করছিলেন। তাঁদের চাওয়া ছিল, এ আয়োজনে যেন সন্তানরাও থাকতে পারে। তাই অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানদের স্কুল ছুটিতে নতুন করে বিয়ের স্বপ্ন পূরণ করলেন তাঁরা।
২০১৭ সালের জুলাইয়ে মহারাষ্ট্রের এক গ্রাম থেকে প্রথম সন্তান দত্তক নেন সানি-ড্যানিয়েল। দত্তক নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ২১ মাস। কন্যাসন্তানের নাম রাখা হয় নিশা কৌর ওয়েবার। এরপর ২০১৭ সালের মার্চে এ দম্পতি জানান সারোগেসির মাধ্যমে জমজ ছেলেসন্তান নোয়া ও আশহের জন্মের খবর।
সানি লিওনকে আগামীতে দেখা যাবে অনুরাগ কশ্যপের থ্রিলার সিনেমা ‘কেনেডি’তে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
১০ ঘণ্টা আগেসিনেমার প্রিমিয়ার নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না। পরের সিনেমারও না।’
১১ ঘণ্টা আগেচলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত
১৯ ঘণ্টা আগেসম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
১ দিন আগে