অমিতাভ কি ঐশ্বরিয়াকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন 

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৬: ০৬

তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় বলিউড। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বেশ কদিন ধরেই জানাচ্ছে একসঙ্গে আর থাকছেন না তাঁরা। তবে সেই জল্পনায় জল ঢেলে গত মঙ্গলবার ‘দ্য আর্চিস’-এর প্রিমিয়ারে একসঙ্গে দেখা গেছে গোটা বচ্চন পরিবারকে। ঠিক তারপরই সামনে এসেছে নতুন একটি বিষয়, ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে পুত্রবধূ ঐশ্বরিয়াকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন অমিতাভ বচ্চন। তবে কি এখান থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এত দিন ধরে চলা গুজব সত্যি হতে চলেছে?

অমিতাভ বচ্চন ইনস্টাগ্রামে ফলো করেন মাত্র ৭৪ জনকে। তালিকায় আছেন সালমান খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বিরাট কোহলি, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা প্রমুখ। অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন শুধুমাত্র অভিষেক বচ্চনকে ফলো করেন।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় সংবাদমাধ্যমের এমন সংবাদে চটেছেন অমিতাভ থেকে ঐশ্বরিয়ার ভক্তরা। তাদের মতে ঐশ্বরিয়াকে কখনো ফলো করেননি অমিতাভ, ঠিক তেমনি ঐশ্বরিয়ার ফলো তালিকায়ও তিনি ছিলেন না। তাহলে আনফলোর ব্যাপার এল কোত্থেকে! একজন লিখেছেন, ‘অমিতাভ বচ্চন কখনোই ঐশরিয়াকে ফলো করেননি’। আরেকজন লিখেছেন, ‘আপনি এমন কাউকে আনফলো করতে পারবেন না, যাকে আপনি কখনো ফলো করেননি।’ আরেকজন লিখেছে, ‘সে কি কখনো তাঁকে অনুসরণ করেছিল? সে সব সময়ই একজন অহংকারী মানুষ-যে তাঁকে অনুসরণ করে না সে তাকে অনুসরণ না করে।’

এক ফ্রেমে পুরো বচ্চন পরিবারউল্লেখ্য, গত মঙ্গলবার ‘দ্য আর্চিস’ এর প্রিমিয়ারে পুরো বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গেছে। জোয়া আখতারের পরিচালনায় ‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। অমিতাভ, জয়া বচ্চন তো বটেই, অগস্ত্যকে উৎসাহ দিতে এদিন মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক, ঐশ্বরিয়া রাই বচ্চনও।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত