Ajker Patrika

শাকিব-বুবলীর সঙ্গে স্কুলে শেহজাদের প্রথম দিন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ২০
শাকিব-বুবলীর সঙ্গে স্কুলে শেহজাদের প্রথম দিন

শাকিব-অপুর পুত্র আব্রাম খান জয় স্কুলে যাওয়া শুরু করেছে অনেক আগেই। এবার শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খান বীরও স্কুলে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে বীরকে।

বিষয়টি নিজেই জানিয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। প্রকাশ করেছেন শাকিব খান ও বীরের সঙ্গে স্কুলের বিভিন্ন মুহূর্ত।

আজ শাকিব-বুবলী পুত্র শেহজাদের স্কুলের প্রথম দিন। ছবি: ফেসবুকবুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন।’

বুবলী আরও লিখেছেন, ‘এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছ, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ!’

পুত্রের জন্য শুভকামনা এবং সবার কাছে দোয়া চেয়ে বুবলী লিখেছেন, ‘অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত