বিনোদন প্রতিবেদক, ঢাকা
লেখক, নির্মাতা, গবেষক, দার্শনিক, রাজনীতিক—এমন নানা পরিচয়ের বাইরে এবার নতুন এক পরিচয়ে এলেন কামরুল হাসান নাসিম। গত ২৮ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে একযোগে প্রকাশিত হল তাঁর পাঁচটি একক গানের অ্যালবাম।
‘বৃষ্টি’, ‘তুলনা’, ‘সুরঞ্জনা’, ‘গলা রাজা’ ও ‘ঈশ্বর’ নামের অ্যালবামগুলোতে রক, হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্ল্যাসিক ঘরানার ৪৫টি গান রয়েছে। প্রতিটি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ, জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী, অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও গণমাধ্যমকর্মী আয়শা এরিনসহ সংস্কৃতিকর্মীরা।
এদিকে গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা কে এইচ এন এর গান নিয়ে বলেন, ‘তাঁর গানের বক্তব্যে বিষয় বৈচিত্র্য রয়েছে। প্রেম থেকে শুরু করে সমাজ-রাজনীতির আশ্রয়-প্রশ্রয় রয়েছে।’
অভিনেতা আরমান পারভেজ মুরাদ বলেন, ‘তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। কখন কী করবেন, তিনিই ভালো করে জানেন। তাঁর কণ্ঠ, গানের কথা—সব মিলিয়ে নতুন কিছু। তিনি ঈশ্বর প্রদত্ত প্রতিভা।’
অন্যদিকে মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত হওয়া কনসার্টে উপস্থিত হয়ে পথিক নবী বললেন, ‘যেখানে গানের আয়োজন, আনন্দের আয়োজন, সেখানে দারুণ প্রাণের উৎসবের সূচনা হয়। কে এইচ এনের এই উদ্যোগকে স্বাগত জানাই। তার গানে কোনো ভণিতা নেই। নিজস্ব ভঙ্গিমায় গানগুলো নিয়ে হাজির হয়েছেন, শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন—তাঁকে সাধুবাদ জানাই।’
কে এইচ এন বলেন, ‘শিল্প-সংস্কৃতির ২২টি অঙ্গনে বিচরণ করতে গিয়ে আমার মনে হয়েছে সংগীতেও আমার সাক্ষর রাখা উচিত। সংগীতের এই যাত্রায় ২ হাজার ২০০ গান নিয়ে হাজির হতে চাই। তারই যাত্রা শুরু হলো। আমরা এত দিন গান তৈরিতে সময় দিয়েছি। এখন স্টেজে পারফর্ম করার মধ্য দিয়ে নিয়মিত শ্রোতাদের সামনে আসব হয়তো।’
কামরুল হাসান নাসিম তাঁর সংগীতজীবনে কে এইচ এন নামেই পরিচয় বহন করতে চান। তাঁর গানগুলো ইউটিউব চ্যানেল কে এইচ এন টিউনে শুনতে পাওয়া যাবে। একপর্যায়ে এ-ও বললেন, ‘আজ যদি প্রথম কেউ আমার নাম শুনে থাকেন, এখন থেকে শুনতেই থাকবেন।’
মোড়ক উন্মোচন পর্ব শেষে কনসার্টে নিজের গানগুলো থেকে বেশ কয়েকটা গান পরিবেশন করেন নাসিম। অতিথি শিল্পী হিসেবে কনসার্টে গান পরিবেশন করেন পথিক নবী। কনসার্টে কে এইচ এন টিউনের রক উইংয়ের সদস্যরা পারফর্ম করেন।
লেখক, নির্মাতা, গবেষক, দার্শনিক, রাজনীতিক—এমন নানা পরিচয়ের বাইরে এবার নতুন এক পরিচয়ে এলেন কামরুল হাসান নাসিম। গত ২৮ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে একযোগে প্রকাশিত হল তাঁর পাঁচটি একক গানের অ্যালবাম।
‘বৃষ্টি’, ‘তুলনা’, ‘সুরঞ্জনা’, ‘গলা রাজা’ ও ‘ঈশ্বর’ নামের অ্যালবামগুলোতে রক, হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্ল্যাসিক ঘরানার ৪৫টি গান রয়েছে। প্রতিটি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ, জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী, অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও গণমাধ্যমকর্মী আয়শা এরিনসহ সংস্কৃতিকর্মীরা।
এদিকে গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা কে এইচ এন এর গান নিয়ে বলেন, ‘তাঁর গানের বক্তব্যে বিষয় বৈচিত্র্য রয়েছে। প্রেম থেকে শুরু করে সমাজ-রাজনীতির আশ্রয়-প্রশ্রয় রয়েছে।’
অভিনেতা আরমান পারভেজ মুরাদ বলেন, ‘তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। কখন কী করবেন, তিনিই ভালো করে জানেন। তাঁর কণ্ঠ, গানের কথা—সব মিলিয়ে নতুন কিছু। তিনি ঈশ্বর প্রদত্ত প্রতিভা।’
অন্যদিকে মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত হওয়া কনসার্টে উপস্থিত হয়ে পথিক নবী বললেন, ‘যেখানে গানের আয়োজন, আনন্দের আয়োজন, সেখানে দারুণ প্রাণের উৎসবের সূচনা হয়। কে এইচ এনের এই উদ্যোগকে স্বাগত জানাই। তার গানে কোনো ভণিতা নেই। নিজস্ব ভঙ্গিমায় গানগুলো নিয়ে হাজির হয়েছেন, শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন—তাঁকে সাধুবাদ জানাই।’
কে এইচ এন বলেন, ‘শিল্প-সংস্কৃতির ২২টি অঙ্গনে বিচরণ করতে গিয়ে আমার মনে হয়েছে সংগীতেও আমার সাক্ষর রাখা উচিত। সংগীতের এই যাত্রায় ২ হাজার ২০০ গান নিয়ে হাজির হতে চাই। তারই যাত্রা শুরু হলো। আমরা এত দিন গান তৈরিতে সময় দিয়েছি। এখন স্টেজে পারফর্ম করার মধ্য দিয়ে নিয়মিত শ্রোতাদের সামনে আসব হয়তো।’
কামরুল হাসান নাসিম তাঁর সংগীতজীবনে কে এইচ এন নামেই পরিচয় বহন করতে চান। তাঁর গানগুলো ইউটিউব চ্যানেল কে এইচ এন টিউনে শুনতে পাওয়া যাবে। একপর্যায়ে এ-ও বললেন, ‘আজ যদি প্রথম কেউ আমার নাম শুনে থাকেন, এখন থেকে শুনতেই থাকবেন।’
মোড়ক উন্মোচন পর্ব শেষে কনসার্টে নিজের গানগুলো থেকে বেশ কয়েকটা গান পরিবেশন করেন নাসিম। অতিথি শিল্পী হিসেবে কনসার্টে গান পরিবেশন করেন পথিক নবী। কনসার্টে কে এইচ এন টিউনের রক উইংয়ের সদস্যরা পারফর্ম করেন।
ইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
২ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
৪ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
৫ ঘণ্টা আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের ধৈর্যের বাঁধ যেন ভেঙেই গেল। তাঁর বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ। লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ...
১১ ঘণ্টা আগে