ঈদে ইয়াশ-দীঘির ‘ফেরা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২২: ১১
Thumbnail image

ঈদ উপলক্ষে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে নির্মাতা সুমন ধর পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফেরা’। ববি রহমানের গল্পে ওয়েব ফিল্মটি দেখা যাবে ঈদের চতুর্থ দিন বেলা ২টা ১০ মিনিটে শুধু আরটিভির পর্দায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইয়াশ রোহান ও প্রার্থনা ফারদিন দীঘি।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল, মিলি বাশার, সাবেরি আলম, কচি খন্দকার প্রমুখ।

এই ওয়েব ফিল্মে শুটিংয়ের প্রস্তুতিতে দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এ বিষয়ে দীঘি তখন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘গত দুই মাসের ডায়েট চার্টে ছয় কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ওজন কমাব। নিজেই অনুভব করেছি আমার ওজন কমানো দরকার।’

ওয়েব ফিল্ম ‘ফেরা’র একটি দৃশ্যে দীঘিএই জুটিকে নিয়ে নির্মাতা সুমন ধর এর আগে নির্মাণ করেছিলেন ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। যা ব্যাপক প্রশংসিত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত