আওয়াজ নেই শাকিবের নতুন সিনেমার

বিনোদন প্রতিবেদক. ঢাকা
Thumbnail image
‘দরদ’ সিনেমার দৃশ্য শাকিব খান। ছবি: সংগৃহীত

চার বছর পর ঈদ উৎসবের বাইরে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ১৫ নভেম্বর আসবে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’। মুক্তির মাত্র এক সপ্তাহ বাকি, অথচ নেই তেমন প্রচার। সিনেমার প্রমোশন নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানালেও দেখা যায়নি তার কোনো প্রতিফলন। এমনকি একাধিকবার ঘোষণা দিয়েও এখন পর্যন্ত দরদের কোনো গান প্রকাশ করতে পারেননি নির্মাতা।

বাংলা সিনেমার এই খরার সময়ে শাকিব খানের সিনেমা নিয়ে কিছুটা হলেও আগ্রহ তৈরি হয়। হল মালিকেরা তাই অধীর অপেক্ষায় থাকেন তাঁর সিনেমার। প্রযোজক-নির্মাতারাও মনোযোগ দেন প্রচারে। সর্বশেষ ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমার সময়েও দেখা গেছে মুক্তির মাসখানেক আগ থেকে শুরু হয়েছিল প্রচার। সিনেমাগুলোর টিজার ও গান দর্শকদের আগ্রহী করে তুলেছিল।

দরদের শুটিংয়ের সময় থেকে ভিন্ন ঘরানার প্রচারের কথা জানিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। ঈদ ছাড়াই উৎসবের আমেজ তৈরি করবে দরদ—এমন আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। সিনেমা মুক্তির এক সপ্তাহ বাকি থাকলেও দুটি টিজার ছাড়া কিছুই সামনে আনতে পারেননি। ফলে দরদ নিয়ে তেমন কোনো আগ্রহ সৃষ্টি হয়নি দর্শকদের মধ্যে।

গত বছর শুরু হয়েছিল দরদের শুটিং। সে সময় জানানো হয়েছিল দরদ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি পাবে পাঁচটি ভাষায়। টিজার প্রকাশ করা হবে বুর্জ খলিফায়। শাকিব ভক্তদের নিয়ে বিশাল আয়োজন করে প্রকাশ করা হবে ট্রেলার। তবে ঘোষণার কিছুই বাস্তবে প্রতিফলিত না হওয়ায় সমালোচনার মুখে পড়েন অনন্য মামুন।

সমালোচনায় দমে না গিয়ে আরও বড় পরিকল্পনার কথা জানান মামুন। জানানো হয়, দরদের চারটি গান মুক্তি পাবে ভারতের টি সিরিজ থেকে। প্রথমে আসবে রোমান্টিক গান। ৩০ অক্টোবরের আগে হিন্দি ও বাংলা ভাষায় প্রকাশ পাবে আইটেম গান। পরে ৩১ অক্টোবর এক ভিডিও বার্তায় মামুন জানান, দীপাবলির ছুটি থাকার কারণে টি সিরিজ থেকে নির্ধারিত সময়ে গান প্রকাশ পায়নি। এরপর গান প্রকাশের তারিখ দেওয়া হয় ৪ নভেম্বর।

তিন দিন পেরিয়ে গেলেও এখনো কোনো গান আলোর মুখ দেখেনি। এমনকি টি সিরিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দরদের গান নিয়ে কোনো আপডেট দেখা যায়নি।

শুধু গান নিয়ে নয়, দরদের পুরো প্রমোশন নিয়েই মামুনের ‘মিথ্যাচার’ নিয়ে বিরক্ত দর্শক। শাকিব ভক্তদের নিয়ে ৫০ ফুট সাইজের কাটআউট উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন মামুন। পরে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে কাটআউটের বদলে সাঁটানো হয় প্লাস্টিকের ব্যানার! এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনন্য মামুনকে তুলোধুনা করেন নেটিজেনরা। কথা কম বলে মামুনকে সিনেমায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে।

দরদ সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খানের সঙ্গে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ। ঘোষণা অনুযায়ী, ১৫ নভেম্বর একসঙ্গে ২০টি দেশে পাঁচটি ভাষায় মুক্তি পাওয়ার কথা দরদ। তবে শেষ পর্যন্ত দরদের ভাগ্যে কী আছে, তা নিয়ে অনিশ্চয়তার শাকিব ভক্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত