অভিনয়জীবন থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশি বেশি আলোচনায় থাকেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত ছবির থেকে বেশি চর্চায় আসে একাধিক বিয়ে, বিচ্ছেদ, প্রেম! বর্তমানে অভিনেত্রীর নাম জড়িয়েছে দুজন পুরুষের সঙ্গে। একজন ‘দেবী চৌধুরাণী’ নির্মাতা শুভজিৎ মিত্র, অন্যজন অভিনেতা জিতু কমল। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জিতুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি শুনে অভিনেত্রী যেন অবাকই হলেন!
জিতুর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন রাখে আনন্দবাজার। উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেই অবাক হচ্ছি নামটা শুনে। আরও কতজনের নাম জুড়ে দেওয়া হয়েছে আমার সঙ্গে। লোকে আসলে আমাকে নিয়ে কত কিছুই ভাবে। কিন্তু আমি জানি সত্যি কী! আমার প্রেম আর ভালোবাসা, সবই অভিনয়কে ঘিরে।’ এরপর নিজেকে ‘সিঙ্গেল’ বলেও দাবি করেন শ্রাবন্তী।
২০২৩ সালে জিতু কমল আর নবনীতা দাস বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। নবনীতাই আলাদা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন। তখন সেই পোস্টেই অনেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করেন। যদিও সেই সময় লাইভে এসে প্রতিবাদ করেছিলেন নবনীতা। কিন্তু ট্রোলারদের মুখ বন্ধ করতে পারেননি তিনি।
এর আগে নির্মাতা শুভ্রজিৎ মিত্রের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন, ‘ভালো চরিত্র পেতে আমাকে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে? আমার কি নিজের কোনো যোগ্যতা নেই? খারাপ লাগে যে এত বছর কাজ করার পরেও এসব অবাঞ্ছিত কথা শুনতে হয়। পরিচালক হিসেবে শুভ্রজিৎদাকে আমি সম্মান করি। উনি আমার থেকে অনেক বড়। আমাকে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব উনি দিয়েছেন (‘দেবী চৌধুরাণী’তে নাম ভূমিকা) বলে আমি ওনার কাছে কৃতজ্ঞ।’
উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে হয় এবং বিয়ের আট বছর পর ডিভোর্স হয়ে যায় দুজনের। সেই বিয়ে থেকেই জন্ম ছেলে ঝিনুকের। এরপর দুই বছর প্রেমের পর ২০১৭ সালে মালাবদল করেন মডেল কৃষাণ ব্রজের সঙ্গে। তবে সেই বিয়ের মেয়াদ ছিল বছর দেড়েক।
এরপর বিয়ে করেন জিম প্রশিক্ষক রোশন সিংকে। এবার বছর গড়ানোর আগেই অশান্তি। আপাতত আদালতে বিচ্ছেদের মামলা চলছে। অভিনেত্রী মাসে ৭ লাখ খোরপোশ চেয়েছেন তৃতীয় স্বামীর থেকে। এরপর আরও নাম জুড়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে, যাতে অভিরূপ, শুভ্রজিৎ, জিতুরা রয়েছেন।
অভিনয়জীবন থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশি বেশি আলোচনায় থাকেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত ছবির থেকে বেশি চর্চায় আসে একাধিক বিয়ে, বিচ্ছেদ, প্রেম! বর্তমানে অভিনেত্রীর নাম জড়িয়েছে দুজন পুরুষের সঙ্গে। একজন ‘দেবী চৌধুরাণী’ নির্মাতা শুভজিৎ মিত্র, অন্যজন অভিনেতা জিতু কমল। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জিতুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি শুনে অভিনেত্রী যেন অবাকই হলেন!
জিতুর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন রাখে আনন্দবাজার। উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেই অবাক হচ্ছি নামটা শুনে। আরও কতজনের নাম জুড়ে দেওয়া হয়েছে আমার সঙ্গে। লোকে আসলে আমাকে নিয়ে কত কিছুই ভাবে। কিন্তু আমি জানি সত্যি কী! আমার প্রেম আর ভালোবাসা, সবই অভিনয়কে ঘিরে।’ এরপর নিজেকে ‘সিঙ্গেল’ বলেও দাবি করেন শ্রাবন্তী।
২০২৩ সালে জিতু কমল আর নবনীতা দাস বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। নবনীতাই আলাদা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন। তখন সেই পোস্টেই অনেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করেন। যদিও সেই সময় লাইভে এসে প্রতিবাদ করেছিলেন নবনীতা। কিন্তু ট্রোলারদের মুখ বন্ধ করতে পারেননি তিনি।
এর আগে নির্মাতা শুভ্রজিৎ মিত্রের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন, ‘ভালো চরিত্র পেতে আমাকে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে? আমার কি নিজের কোনো যোগ্যতা নেই? খারাপ লাগে যে এত বছর কাজ করার পরেও এসব অবাঞ্ছিত কথা শুনতে হয়। পরিচালক হিসেবে শুভ্রজিৎদাকে আমি সম্মান করি। উনি আমার থেকে অনেক বড়। আমাকে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব উনি দিয়েছেন (‘দেবী চৌধুরাণী’তে নাম ভূমিকা) বলে আমি ওনার কাছে কৃতজ্ঞ।’
উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে হয় এবং বিয়ের আট বছর পর ডিভোর্স হয়ে যায় দুজনের। সেই বিয়ে থেকেই জন্ম ছেলে ঝিনুকের। এরপর দুই বছর প্রেমের পর ২০১৭ সালে মালাবদল করেন মডেল কৃষাণ ব্রজের সঙ্গে। তবে সেই বিয়ের মেয়াদ ছিল বছর দেড়েক।
এরপর বিয়ে করেন জিম প্রশিক্ষক রোশন সিংকে। এবার বছর গড়ানোর আগেই অশান্তি। আপাতত আদালতে বিচ্ছেদের মামলা চলছে। অভিনেত্রী মাসে ৭ লাখ খোরপোশ চেয়েছেন তৃতীয় স্বামীর থেকে। এরপর আরও নাম জুড়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে, যাতে অভিরূপ, শুভ্রজিৎ, জিতুরা রয়েছেন।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১০ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
১০ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১১ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
১১ ঘণ্টা আগে