Ajker Patrika

আমায় কিছু বলতে হবে না, সত্যি এমনি প্রকাশ্যে আসবে: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আমায় কিছু বলতে হবে না, সত্যি এমনি প্রকাশ্যে আসবে: অপু বিশ্বাস

গতকাল শনিবার ভোর থেকে গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির ছড়িয়ে পড়া এক ফেসবুক পোস্টের স্ক্রিনশটে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে। আরও লেখা হয় অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে বুবলী। এ ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চান না উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে অপু বলেন, ‘যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।’

এদিকে পোস্টটি সরিয়ে নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে আরেক ফেসবুক পোস্টে ফারজানা মুন্নি জানান, তাঁর আইডি হ্যাক করে এই কাজ করা হয়েছে।

মুন্নি লিখেছেন, ‘আপনারা অনেকেই গত রাতে আমার প্রোফাইলে একটি স্ট্যাটাস দেখেছেন। আমার ফেসবুক হ্যাক করা হয়েছিল। প্রোফাইলের নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছুটা সময় লেগেছে। এখন সবকিছু ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’

অন্যদিকে ফেসবুক পোস্টের জবাবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুবলী বিষয়টিকে ‘নোংরা ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, যা বলতেও রুচিতে বাঁধছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত