মীর রাকিব হাসান
রাজনৈতিক কারণেই বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলেন ছাত্রনেতা মাসুদ পারভেজ। পরে জাতির জনকের কথাতেই চলচ্চিত্রে থিতু হন তিনি। প্রযোজক ও অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা বলেছেন তাঁর দেখা বঙ্গবন্ধুর কথা।
ইতিহাস বলে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্র নিয়েও অনেক বড় স্বপ্ন দেখেছিলেন। ১৯৫৭ সালে প্রাদেশিক সরকারের মন্ত্রী থাকাকালে তিনিই সংসদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) বিল উত্থাপন করেন এবং এফডিসি বিল পাস হয়। তিনিই বুঝিয়েছেন, আমরাও ছবি বানাতে পারি। তার আগে তো পাকিস্তানিরা বলত আমরা ছবি বানাতে পারি না।
আমরা যাঁরা ছাত্রলীগের কর্মী ছিলাম, তাঁদের সঙ্গে বঙ্গবন্ধুর আন্তরিক সম্পর্ক ছিল। আমরা যখন কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, তাদের মধ্যে ২০ জনের একটি বিশেষ কমিটিকে বলা হতো ‘বঙ্গবন্ধুর ব্রেইন চাইল্ড’। আমরা তাঁর বাসায় যেতাম। আলাপ করতাম। তিনি কথা বলতেন, আমরা মনোযোগ দিয়ে শুনতাম। প্রচণ্ড ভয় পেতাম তাঁকে। তাঁর চোখের দিকে তাকিয়ে আমাদের কথা বলার সাহস ছিল না। আমাদের তিনি সন্তানের মতো দেখতেন। যদিও বঙ্গবন্ধুকে আমরা ‘মুজিব ভাই’ ডাকতাম। তিনি যেমন আদর করতেন, স্নেহ করতেন, তেমনি শাসনও করতেন। মুজিব ভাইয়ের চোখে চোখ রেখে তাঁর পুরো চেহারা কখনো দেখিনি। যখন অন্যদিকে তাকিয়ে থাকতেন বা অন্য কারও সঙ্গে কথা বলতেন, তখন তাঁর দিকে তাকাতাম।
আমাদের আড্ডার মাঝে অনেক সময় সৈয়দ নজরুল ইসলাম কিংবা তাজউদ্দীন সাহেবরা আসতেন। তখন উনি আমাদের বলতেন, ‘যা ভিতরে যা।’ আমরা ভিতরে চলে যেতাম। তখন মায়ের সঙ্গে দেখা হতো। বেগম ফজিলাতুন নেছা মুজিব। যদিও আমরা তাঁকে ভাবি ডাকতাম। তিনি আমাদের দেখে বলতেন, ‘তোরা আসছ? বস, দেখি তোদের কী দিতে পারি।’ মায়ের কাছে যেমন সন্তানরা আবদার করে। আমরা এইটা-ওইটা বায়না ধরতাম। আজ এটা খাব, ওটা খাব। হৈচৈ করতাম। এই যে তাঁকে জ্বালাতন করতাম, কখনো তিনি বিরক্ত হতেন না। তিনি খাবার নিয়ে আসতেন। আমাদের সঙ্গে বসে কথা বলতেন। এটা বঙ্গবন্ধুও জানতেন। এ জন্যই আমাদের যাওয়ার আগে তিনি বলতেন, ‘যা ভিতর থেকে ঘুরে যা তোরা।’ এই সম্পর্কগুলো আসলে বলে বোঝানো যাবে না। আমরা ছিলাম বঙ্গবন্ধুর ঘরের সন্তান। আসলে তাঁর সঙ্গে অন্য কারও তুলনা হয় না।
‘ওরা ১১ জন’-এর শুটিংয়ের সময় আমাদের যত আর্মি কিংবা আর্মস লেগেছে, সব পেয়েছি প্রয়োজনমতো। স্বাধীন দেশের প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মিত হয়েছিল আমার প্রযোজনায়। ছবিটি কীভাবে যেন মুজিব ভাই দেখেছিলেন। একদিন দেখা হতেই বললেন, ‘ভালোই তো বানিয়েছিস। চালিয়ে যা।’ তাঁর এই কথাটি আমার কাছে আজও অনেক মূল্যবান। বঙ্গবন্ধু আমাকে স্নেহ করতেন, তাই ছবিটি দেখে আমাকে এমন উপদেশ দিয়েছিলেন।
আমি সেই গুরুবাক্যকে শিরোধার্য মনে করে চলচ্চিত্রজগতেই রয়ে গেলাম। এরপর দ্বিতীয় ছবি করলাম ‘মাসুদ রানা’। এরপর থেকে আমার চলচ্চিত্র ইতিহাস শুরু। বঙ্গবন্ধু যদি সেদিন না বলতেন, ‘তুই চলচ্চিত্রে থেকে যা’, তাহলে আজ সারা বাংলাদেশসহ পৃথিবীর মানুষ আমাকে চলচ্চিত্রের নায়ক-প্রযোজক হিসেবে চিনতেন না।
অনুলিখন: মীর রাকিব হাসান
রাজনৈতিক কারণেই বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলেন ছাত্রনেতা মাসুদ পারভেজ। পরে জাতির জনকের কথাতেই চলচ্চিত্রে থিতু হন তিনি। প্রযোজক ও অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা বলেছেন তাঁর দেখা বঙ্গবন্ধুর কথা।
ইতিহাস বলে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্র নিয়েও অনেক বড় স্বপ্ন দেখেছিলেন। ১৯৫৭ সালে প্রাদেশিক সরকারের মন্ত্রী থাকাকালে তিনিই সংসদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) বিল উত্থাপন করেন এবং এফডিসি বিল পাস হয়। তিনিই বুঝিয়েছেন, আমরাও ছবি বানাতে পারি। তার আগে তো পাকিস্তানিরা বলত আমরা ছবি বানাতে পারি না।
আমরা যাঁরা ছাত্রলীগের কর্মী ছিলাম, তাঁদের সঙ্গে বঙ্গবন্ধুর আন্তরিক সম্পর্ক ছিল। আমরা যখন কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, তাদের মধ্যে ২০ জনের একটি বিশেষ কমিটিকে বলা হতো ‘বঙ্গবন্ধুর ব্রেইন চাইল্ড’। আমরা তাঁর বাসায় যেতাম। আলাপ করতাম। তিনি কথা বলতেন, আমরা মনোযোগ দিয়ে শুনতাম। প্রচণ্ড ভয় পেতাম তাঁকে। তাঁর চোখের দিকে তাকিয়ে আমাদের কথা বলার সাহস ছিল না। আমাদের তিনি সন্তানের মতো দেখতেন। যদিও বঙ্গবন্ধুকে আমরা ‘মুজিব ভাই’ ডাকতাম। তিনি যেমন আদর করতেন, স্নেহ করতেন, তেমনি শাসনও করতেন। মুজিব ভাইয়ের চোখে চোখ রেখে তাঁর পুরো চেহারা কখনো দেখিনি। যখন অন্যদিকে তাকিয়ে থাকতেন বা অন্য কারও সঙ্গে কথা বলতেন, তখন তাঁর দিকে তাকাতাম।
আমাদের আড্ডার মাঝে অনেক সময় সৈয়দ নজরুল ইসলাম কিংবা তাজউদ্দীন সাহেবরা আসতেন। তখন উনি আমাদের বলতেন, ‘যা ভিতরে যা।’ আমরা ভিতরে চলে যেতাম। তখন মায়ের সঙ্গে দেখা হতো। বেগম ফজিলাতুন নেছা মুজিব। যদিও আমরা তাঁকে ভাবি ডাকতাম। তিনি আমাদের দেখে বলতেন, ‘তোরা আসছ? বস, দেখি তোদের কী দিতে পারি।’ মায়ের কাছে যেমন সন্তানরা আবদার করে। আমরা এইটা-ওইটা বায়না ধরতাম। আজ এটা খাব, ওটা খাব। হৈচৈ করতাম। এই যে তাঁকে জ্বালাতন করতাম, কখনো তিনি বিরক্ত হতেন না। তিনি খাবার নিয়ে আসতেন। আমাদের সঙ্গে বসে কথা বলতেন। এটা বঙ্গবন্ধুও জানতেন। এ জন্যই আমাদের যাওয়ার আগে তিনি বলতেন, ‘যা ভিতর থেকে ঘুরে যা তোরা।’ এই সম্পর্কগুলো আসলে বলে বোঝানো যাবে না। আমরা ছিলাম বঙ্গবন্ধুর ঘরের সন্তান। আসলে তাঁর সঙ্গে অন্য কারও তুলনা হয় না।
‘ওরা ১১ জন’-এর শুটিংয়ের সময় আমাদের যত আর্মি কিংবা আর্মস লেগেছে, সব পেয়েছি প্রয়োজনমতো। স্বাধীন দেশের প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মিত হয়েছিল আমার প্রযোজনায়। ছবিটি কীভাবে যেন মুজিব ভাই দেখেছিলেন। একদিন দেখা হতেই বললেন, ‘ভালোই তো বানিয়েছিস। চালিয়ে যা।’ তাঁর এই কথাটি আমার কাছে আজও অনেক মূল্যবান। বঙ্গবন্ধু আমাকে স্নেহ করতেন, তাই ছবিটি দেখে আমাকে এমন উপদেশ দিয়েছিলেন।
আমি সেই গুরুবাক্যকে শিরোধার্য মনে করে চলচ্চিত্রজগতেই রয়ে গেলাম। এরপর দ্বিতীয় ছবি করলাম ‘মাসুদ রানা’। এরপর থেকে আমার চলচ্চিত্র ইতিহাস শুরু। বঙ্গবন্ধু যদি সেদিন না বলতেন, ‘তুই চলচ্চিত্রে থেকে যা’, তাহলে আজ সারা বাংলাদেশসহ পৃথিবীর মানুষ আমাকে চলচ্চিত্রের নায়ক-প্রযোজক হিসেবে চিনতেন না।
অনুলিখন: মীর রাকিব হাসান
শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৩ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৪ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৪ ঘণ্টা আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
৬ ঘণ্টা আগে