কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের গল্পে সিনেমাটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। থ্রিলারধর্মী সিনেমাটির চিত্রনাট্য খায়রুল বাসার নির্ঝরের।
ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং। কলকাতার পর্ব শেষে এখন শুটিং চলছে পশ্চিমবঙ্গ রাজ্যের ডুয়ার্সে। এর মাঝেই প্রকাশ্যে এল ছবির তিন অভিনেতার ফার্স্টলুক।
বুবলীর পোশাকে আধুনিকতার ছাপ। পরেছেন কালো ভেলভেটের ওভারকোট। সৌরভকে একগাল দাড়িতে পাওয়া গেল। তবে কৌশিকের চরিত্র যে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা তাঁর লুক থেকেই প্রমাণিত। পরনে স্যুট এবং চোখে চশমা। হাতে সিগারেট ও পেন নিয়ে অভিনেতার গম্ভীর লুক নজরকাড়া।
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার তিন চরিত্র অঞ্জন, ডিকে ও শ্বেতা—এই তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস ও অভিনেত্রী শবনম বুবলী।
এর গল্পটা এমন—মঞ্চ থেকে দীর্ঘদিন দূরে রয়েছে জনপ্রিয় অভিনেতা অঞ্জন। সমাজের স্রোতে বয়ে চলেছে এক ভবঘুরে ডিকের জীবন। অন্যদিকে রয়েছে চলচ্চিত্র নির্মাতা শ্বেতা। ভাগ্যের লিখনে একসময় সমাজের তিন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তিন চরিত্রের দেখা হয়। পাহাড়ি জনপদে তিন চরিত্রের জীবন কোন পথে বাঁক নেবে? উত্তর পাওয়া যাবে ‘ফ্ল্যাশব্যাক’-এ।
উল্লেখ্য, চলতি মাসের শেষ দিকেই শেষ হবে সিনেমাটির শুটিং। এরপর সিনেমাটি মুক্তি পাবে ভারতের বড় পর্দায়। এর যৌথ প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।
কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের গল্পে সিনেমাটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। থ্রিলারধর্মী সিনেমাটির চিত্রনাট্য খায়রুল বাসার নির্ঝরের।
ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং। কলকাতার পর্ব শেষে এখন শুটিং চলছে পশ্চিমবঙ্গ রাজ্যের ডুয়ার্সে। এর মাঝেই প্রকাশ্যে এল ছবির তিন অভিনেতার ফার্স্টলুক।
বুবলীর পোশাকে আধুনিকতার ছাপ। পরেছেন কালো ভেলভেটের ওভারকোট। সৌরভকে একগাল দাড়িতে পাওয়া গেল। তবে কৌশিকের চরিত্র যে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা তাঁর লুক থেকেই প্রমাণিত। পরনে স্যুট এবং চোখে চশমা। হাতে সিগারেট ও পেন নিয়ে অভিনেতার গম্ভীর লুক নজরকাড়া।
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার তিন চরিত্র অঞ্জন, ডিকে ও শ্বেতা—এই তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস ও অভিনেত্রী শবনম বুবলী।
এর গল্পটা এমন—মঞ্চ থেকে দীর্ঘদিন দূরে রয়েছে জনপ্রিয় অভিনেতা অঞ্জন। সমাজের স্রোতে বয়ে চলেছে এক ভবঘুরে ডিকের জীবন। অন্যদিকে রয়েছে চলচ্চিত্র নির্মাতা শ্বেতা। ভাগ্যের লিখনে একসময় সমাজের তিন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তিন চরিত্রের দেখা হয়। পাহাড়ি জনপদে তিন চরিত্রের জীবন কোন পথে বাঁক নেবে? উত্তর পাওয়া যাবে ‘ফ্ল্যাশব্যাক’-এ।
উল্লেখ্য, চলতি মাসের শেষ দিকেই শেষ হবে সিনেমাটির শুটিং। এরপর সিনেমাটি মুক্তি পাবে ভারতের বড় পর্দায়। এর যৌথ প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।
কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটি পয়লা বৈশাখ ও তার পরের দিন দুটো প্রদর্শনী হচ্ছে।
১১ ঘণ্টা আগেনামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি।
১৫ ঘণ্টা আগেতিক্ততা, সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সংগীত জগতে। ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার এবং টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।
১৭ ঘণ্টা আগেপ্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন। দর্শক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা। একই সঙ্গে গতকাল শনিবার শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা...
২১ ঘণ্টা আগে