বরবাদের শুটিংয়ে আহত শাকিব খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা  
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৯: ৪১
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২০: ২৯
শাকিব খান। ছবি: সংগৃহীত

ভারতে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে আহত হয়েছেন শাকিব খান। জানা গেছে, গত বৃহস্পতিবার শুটিং ফ্লোরের একটি দরজা খুলতে গিয়ে কপালে আঘাত পান তিনি। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায় তাঁর।

বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল—দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়।’

নির্মাতা জানান আঘাত পাওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাকিব খানকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই। ব্যথানাশক ওষুধ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শাকিবকে।

জানা গেছে, হাসপাতাল থেকে ফিরে আবার শুটিংয়ে অংশ শাকিব খান। সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন। বরবাদের শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। প্রথম লটে ১০ নভেম্বর পর্যন্ত শুটিংয়ের কথা থাকলেও নির্মাতা জানান, ১৬ নভেম্বর পর্যন্ত শুটিং হবে। এরপর বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং করবেন তারা। বরবাদ সিনেমায় শাকিবের সঙ্গে আছেন ইধিকা পাল। প্রিয়তমার পর এই সিনেমা দিয়েই আবারও পর্দায় ফিরছে এই জুটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত