এফডিসিতে আবারও নির্বাচনী হাওয়া। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক মেয়াদে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে। আজ বাচসাসের কার্যকরী কমিটির নিয়মিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৭ এপ্রিল নির্বাচন কমিশন বোর্ড গঠন হয়েছিল। সেই বোর্ড থেকে কেউ কেউ পদত্যাগ করায় সেটি পুনর্গঠিত হয়। প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক রফিকুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন রেজাউল করিম শামীম, ইকবাল খোরশেদ, আলী ইমাম সুমন ও মোহাম্মদ জসীম উদ্দিন।
জমজমাট এবং উপভোগ্য নির্বাচন হবে বলা প্রত্যাশা করেন ফাল্গুনী হামিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা মহামারির জন্য সময় মতো নির্বাচনে যেতে পারিনি। এরপর মামলা বিষয়ক কিছু জটিলতা ছিল। এসব সংকট কাটিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়েছি। আজকের সভায় সিদ্ধান্ত হয় আগামী ১ সেপ্টেম্বর এফডিসিতে নির্বাচন হবে।’
বাচসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই মুখিয়ে আছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে উৎসবমুখর একটি নির্বাচন হবে এবার। দ্রুতই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সে অনুযায়ী নির্দিষ্ট তারিখেই সাংগঠনিক বিধি নিষেধ মেনে বাচসাসের নির্বাচন হবে।’
এফডিসিতে আবারও নির্বাচনী হাওয়া। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক মেয়াদে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে। আজ বাচসাসের কার্যকরী কমিটির নিয়মিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৭ এপ্রিল নির্বাচন কমিশন বোর্ড গঠন হয়েছিল। সেই বোর্ড থেকে কেউ কেউ পদত্যাগ করায় সেটি পুনর্গঠিত হয়। প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক রফিকুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন রেজাউল করিম শামীম, ইকবাল খোরশেদ, আলী ইমাম সুমন ও মোহাম্মদ জসীম উদ্দিন।
জমজমাট এবং উপভোগ্য নির্বাচন হবে বলা প্রত্যাশা করেন ফাল্গুনী হামিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা মহামারির জন্য সময় মতো নির্বাচনে যেতে পারিনি। এরপর মামলা বিষয়ক কিছু জটিলতা ছিল। এসব সংকট কাটিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়েছি। আজকের সভায় সিদ্ধান্ত হয় আগামী ১ সেপ্টেম্বর এফডিসিতে নির্বাচন হবে।’
বাচসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই মুখিয়ে আছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে উৎসবমুখর একটি নির্বাচন হবে এবার। দ্রুতই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সে অনুযায়ী নির্দিষ্ট তারিখেই সাংগঠনিক বিধি নিষেধ মেনে বাচসাসের নির্বাচন হবে।’
কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটি পয়লা বৈশাখ ও তার পরের দিন দুটো প্রদর্শনী হচ্ছে।
১০ ঘণ্টা আগেনামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি।
১৪ ঘণ্টা আগেতিক্ততা, সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সংগীত জগতে। ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার এবং টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।
১৬ ঘণ্টা আগেপ্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন। দর্শক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা। একই সঙ্গে গতকাল শনিবার শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা...
২০ ঘণ্টা আগে