বিনোদন প্রতিবেদক, ঢাকা
এফডিসিতে আবারও নির্বাচনী হাওয়া। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক মেয়াদে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে। আজ বাচসাসের কার্যকরী কমিটির নিয়মিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৭ এপ্রিল নির্বাচন কমিশন বোর্ড গঠন হয়েছিল। সেই বোর্ড থেকে কেউ কেউ পদত্যাগ করায় সেটি পুনর্গঠিত হয়। প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক রফিকুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন রেজাউল করিম শামীম, ইকবাল খোরশেদ, আলী ইমাম সুমন ও মোহাম্মদ জসীম উদ্দিন।
জমজমাট এবং উপভোগ্য নির্বাচন হবে বলা প্রত্যাশা করেন ফাল্গুনী হামিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা মহামারির জন্য সময় মতো নির্বাচনে যেতে পারিনি। এরপর মামলা বিষয়ক কিছু জটিলতা ছিল। এসব সংকট কাটিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়েছি। আজকের সভায় সিদ্ধান্ত হয় আগামী ১ সেপ্টেম্বর এফডিসিতে নির্বাচন হবে।’
বাচসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই মুখিয়ে আছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে উৎসবমুখর একটি নির্বাচন হবে এবার। দ্রুতই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সে অনুযায়ী নির্দিষ্ট তারিখেই সাংগঠনিক বিধি নিষেধ মেনে বাচসাসের নির্বাচন হবে।’
এফডিসিতে আবারও নির্বাচনী হাওয়া। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক মেয়াদে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে। আজ বাচসাসের কার্যকরী কমিটির নিয়মিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৭ এপ্রিল নির্বাচন কমিশন বোর্ড গঠন হয়েছিল। সেই বোর্ড থেকে কেউ কেউ পদত্যাগ করায় সেটি পুনর্গঠিত হয়। প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক রফিকুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন রেজাউল করিম শামীম, ইকবাল খোরশেদ, আলী ইমাম সুমন ও মোহাম্মদ জসীম উদ্দিন।
জমজমাট এবং উপভোগ্য নির্বাচন হবে বলা প্রত্যাশা করেন ফাল্গুনী হামিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা মহামারির জন্য সময় মতো নির্বাচনে যেতে পারিনি। এরপর মামলা বিষয়ক কিছু জটিলতা ছিল। এসব সংকট কাটিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়েছি। আজকের সভায় সিদ্ধান্ত হয় আগামী ১ সেপ্টেম্বর এফডিসিতে নির্বাচন হবে।’
বাচসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই মুখিয়ে আছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে উৎসবমুখর একটি নির্বাচন হবে এবার। দ্রুতই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সে অনুযায়ী নির্দিষ্ট তারিখেই সাংগঠনিক বিধি নিষেধ মেনে বাচসাসের নির্বাচন হবে।’
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৬ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৭ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১২ ঘণ্টা আগে