Ajker Patrika

নববর্ষের শুভেচ্ছা জানালেন শাকিব, জয়া, মেহজাবীনরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নববর্ষের শুভেচ্ছা জানালেন শাকিব, তিশা, জয়া, মেহজাবীন। ছবি: সংগৃহীত
নববর্ষের শুভেচ্ছা জানালেন শাকিব, তিশা, জয়া, মেহজাবীন। ছবি: সংগৃহীত

আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।  

নিজের অভিনীত সিনেমার বাংলা নববর্ষের একটি গানের ক্লিপস শেয়ার করে চিত্রনায়ক শাকিব খান লেখেন, ‘শুভ নববর্ষ।’

নববর্ষের শুভেচ্ছা জানালেন শাকিব খান। ছবি: সংগৃহীত
নববর্ষের শুভেচ্ছা জানালেন শাকিব খান। ছবি: সংগৃহীত

রাফিয়াত রশিদ মিথিলা লিখেছেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা...বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ...এসো..এসো। শুভ নববর্ষ ১৪৩২।’

পয়লা বৈশাখের দিন লাল শাড়ি পরা বেশ কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লেখেন, ‘সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।’

নববর্ষের শুভেচ্ছা জানালেন নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত
নববর্ষের শুভেচ্ছা জানালেন নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

শবনম ফারিয়া লিখেছেন, ‘বছরের প্রথম সারপ্রাইজ! আল্পনা দেখতে এসে দেখি স্পিড ব্রেকার ছাড়া আর কোথাও কোনো রঙের অস্তিত্ব এখানে নাই!’

বৈশাখের রঙিন শাড়িতে ঝলমলে জয়া আহসান নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’

নববর্ষের শুভেচ্ছা জানালেন জয়া আহসান। ছবি: সংগৃহীত
নববর্ষের শুভেচ্ছা জানালেন জয়া আহসান। ছবি: সংগৃহীত

নববর্ষের রঙে রঙিন হয়ে, লাল-সাদা শাড়িতে ছবি দিয়ে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘বৈশাখ।’

নববর্ষের শুভেচ্ছা জানালেন মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত
নববর্ষের শুভেচ্ছা জানালেন মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

আব্দুন নূর সজল লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’ গত বৈশাখের পোস্ট শেয়ার করে চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘কারোর জীবনের আনন্দের কারণ না হও, কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত