বিনোদন প্রতিবেদক
আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতার দেব ও বাংলাদেশের জাহরা মিতু অভিনীত ‘কমান্ডো’। শাপলা মিডিয়ায় প্রযোজিত বড় বাজেটের এই ছবির শুটিং অনিশ্চিত বলে খবর রটেছিল। ইতিমধ্যে দুই দফা ছবিটির দৃশ্যধারণ হয়েছে। এরপর দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এবার জানা গেল, নতুন এই লটেই শেষ করা হবে পুরো ছবির শুটিং।
শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান জানান, ছবিটি নিয়ে গুজব রটেছিল আর শুটিং হবে না। বিষয়টিতে বেশ চটেছেন দেবও। তিনি বলেন,‘আমরা চাইছি এ বছরই ছবির বাকি অংশের কাজ শুরু করতে। থাইল্যান্ডে শুটিং হবে। সেদেশে শুটিংয়ের অনুমতি আমরা পেয়েছি। ব্যাংককে শুটিং শেষ করে ঢাকায় এসে চারদিনের মতো শুটিং করলেই এ ছবির দৃশ্যধারণ শেষ হবে।’
টানা দুই সপ্তাহে শুটিংয়ে ছবিটির কাজ শেষ করা হবে। এতে অংশ নিতে ভারত থেকে দেব ও বাংলাদেশ থেকে জাহারা মিতু ব্যাংককে যাবেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে তারাই আছেন। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।
২০২০ সালের মার্চের মাঝামাঝি ভারতে শুরু হয়েছিল ‘কমান্ডো’ ছবির শুটিং। কলকাতায় বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণ হয়। ১১ দিনের দৃশ্যধারণের পর করোনার বন্ধ হয়ে যায় এর কাজ।
চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে দুই দফায় বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রযোজক সেলিম খান।
আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতার দেব ও বাংলাদেশের জাহরা মিতু অভিনীত ‘কমান্ডো’। শাপলা মিডিয়ায় প্রযোজিত বড় বাজেটের এই ছবির শুটিং অনিশ্চিত বলে খবর রটেছিল। ইতিমধ্যে দুই দফা ছবিটির দৃশ্যধারণ হয়েছে। এরপর দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এবার জানা গেল, নতুন এই লটেই শেষ করা হবে পুরো ছবির শুটিং।
শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান জানান, ছবিটি নিয়ে গুজব রটেছিল আর শুটিং হবে না। বিষয়টিতে বেশ চটেছেন দেবও। তিনি বলেন,‘আমরা চাইছি এ বছরই ছবির বাকি অংশের কাজ শুরু করতে। থাইল্যান্ডে শুটিং হবে। সেদেশে শুটিংয়ের অনুমতি আমরা পেয়েছি। ব্যাংককে শুটিং শেষ করে ঢাকায় এসে চারদিনের মতো শুটিং করলেই এ ছবির দৃশ্যধারণ শেষ হবে।’
টানা দুই সপ্তাহে শুটিংয়ে ছবিটির কাজ শেষ করা হবে। এতে অংশ নিতে ভারত থেকে দেব ও বাংলাদেশ থেকে জাহারা মিতু ব্যাংককে যাবেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে তারাই আছেন। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।
২০২০ সালের মার্চের মাঝামাঝি ভারতে শুরু হয়েছিল ‘কমান্ডো’ ছবির শুটিং। কলকাতায় বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণ হয়। ১১ দিনের দৃশ্যধারণের পর করোনার বন্ধ হয়ে যায় এর কাজ।
চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে দুই দফায় বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রযোজক সেলিম খান।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৯ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৯ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৫ ঘণ্টা আগে