সিয়ামের ‘জংলি’ সিনেমায় প্রিন্স মাহমুদের চার গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ ও ‘রাজকুমার’র ‘বরবাদ’ এবং ‘মা’ গানের সুর-সংগীত করে সিনেমা প্রেমীদের কাছে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। তাঁর তিনটি গানই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার প্রিন্স মাহমুদ কাজ করছেন সিয়াম আহমেদের ‘জংলি’ প্রজেক্ট। সিনেমাটির চারটি গানেরই সংগীত পরিচালনা করছেন তিনি।

বিষয়টি জানিয়েছেন ছবির পরিচালক এম রাহিম। তিনি বলেন, ‘আমাদের ছবির সঙ্গে প্রিন্স মাহমুদ নামটি ভালোভাবেই যুক্ত করতে পেরেছি। প্রিন্স ভাই আমাদের কিংবদন্তি। জংলি সিনেমার সবগুলো গান তিনিই করেছেন। এবং গানগুলো এত ভালো করেছেন যে দর্শক শ্রোতারা গানগুলোতে বুঁদ হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস।’

এ বিষয়ে প্রিন্স মাহমুদ জানান, একই সিনেমার সব গানের দায়িত্ব এর আগে নেননি তিনি। এটাও একটা ভালো অভিজ্ঞতা।

‘জংলি’র মূল ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। তাঁর বিপরীতে আছেন শবনম বুবলী। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে চলেছে।

আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত