বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ বুধবার একই দিনে সেন্সর পেরোলেন শাকিব-অপু। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির আনকাট সেন্সর পেল শাকিব খানের ‘প্রিয়তমা’ ও অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। সেন্সরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ ও লাল শাড়ি সিনেমার সহপ্রযোজক চিত্রনায়িকা অপু বিশ্বাস।
প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হয়েছে প্রিয়তমা। রোমান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটির কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপে আছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। গতকাল মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে প্রিয়তমার নতুন লুক। সেখানেই সাদা চুল-দাড়িতে বয়োজ্যেষ্ঠের চরিত্রে দেখা মিলল অন্য এক শাকিবের। সামাজিক যোগাযোগমাধ্যমে তা রীতিমতো ভাইরাল। ভক্তদের থেকে শুরু করে শোবিজের তারকারা প্রশংসায় ভাসিয়েছেন শাকিবকে। লুকটি নিয়ে পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, ‘এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। সিনেমা হলে দেখা হবে।’
শাকিব ছাড়া সিনেমাটি আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
এদিকে ২০২১-২২ অর্থবছরে অনুদান পাওয়া লাল শাড়ি সিনেমাটি সহপ্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন অপু বিশ্বাস। তাঁর বিপরীতে দেখা যাবে সাইমন সাদিককে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে জড়িত জনগোষ্ঠীর গল্পে নির্মিত হয়েছে লাল শাড়ি। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল।
এই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। কী কারণে হারিয়ে যাচ্ছে, তার পেছনের গল্প এবং তাঁত ও জামদানির হারানো ঐতিহ্যের চিত্র ফুটে উঠবে এ সিনেমায়। সাইমন-অপু ছাড়াও অভিনয়ে আছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।
শাকিবের প্রিয়তমা ও অপু বিশ্বাসের লাল শাড়ি ছাড়াও কোরবানির ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাবে এবার। সংখ্যার হিসেবে ছাড়িয়ে যেতে পারে গত রোজার ঈদকে। কোরবানির ঈদে মুক্তির তালিকায় রয়েছে মাহফুজ-বুবলীর ‘প্রহেলিকা’, আফরান নিশো-তমা মির্জার ‘সুড়ঙ্গ’, সিয়াম-মিমের ‘অন্তর্জাল’, রোশান-বুবলীর ‘রিভেঞ্জ’, নিরব-বুবলীর ‘ক্যাসিনো’, ডিপজলের ‘জিম্মি’, রোশানের ‘ওস্তাদ’, ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’ ও সাদমান সামির-মানসী প্রকৃতির ‘রং রোড: অধ্যায় আদুরী’।
আজ বুধবার একই দিনে সেন্সর পেরোলেন শাকিব-অপু। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির আনকাট সেন্সর পেল শাকিব খানের ‘প্রিয়তমা’ ও অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। সেন্সরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ ও লাল শাড়ি সিনেমার সহপ্রযোজক চিত্রনায়িকা অপু বিশ্বাস।
প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হয়েছে প্রিয়তমা। রোমান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটির কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপে আছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। গতকাল মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে প্রিয়তমার নতুন লুক। সেখানেই সাদা চুল-দাড়িতে বয়োজ্যেষ্ঠের চরিত্রে দেখা মিলল অন্য এক শাকিবের। সামাজিক যোগাযোগমাধ্যমে তা রীতিমতো ভাইরাল। ভক্তদের থেকে শুরু করে শোবিজের তারকারা প্রশংসায় ভাসিয়েছেন শাকিবকে। লুকটি নিয়ে পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, ‘এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। সিনেমা হলে দেখা হবে।’
শাকিব ছাড়া সিনেমাটি আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
এদিকে ২০২১-২২ অর্থবছরে অনুদান পাওয়া লাল শাড়ি সিনেমাটি সহপ্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন অপু বিশ্বাস। তাঁর বিপরীতে দেখা যাবে সাইমন সাদিককে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে জড়িত জনগোষ্ঠীর গল্পে নির্মিত হয়েছে লাল শাড়ি। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল।
এই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। কী কারণে হারিয়ে যাচ্ছে, তার পেছনের গল্প এবং তাঁত ও জামদানির হারানো ঐতিহ্যের চিত্র ফুটে উঠবে এ সিনেমায়। সাইমন-অপু ছাড়াও অভিনয়ে আছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।
শাকিবের প্রিয়তমা ও অপু বিশ্বাসের লাল শাড়ি ছাড়াও কোরবানির ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাবে এবার। সংখ্যার হিসেবে ছাড়িয়ে যেতে পারে গত রোজার ঈদকে। কোরবানির ঈদে মুক্তির তালিকায় রয়েছে মাহফুজ-বুবলীর ‘প্রহেলিকা’, আফরান নিশো-তমা মির্জার ‘সুড়ঙ্গ’, সিয়াম-মিমের ‘অন্তর্জাল’, রোশান-বুবলীর ‘রিভেঞ্জ’, নিরব-বুবলীর ‘ক্যাসিনো’, ডিপজলের ‘জিম্মি’, রোশানের ‘ওস্তাদ’, ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’ ও সাদমান সামির-মানসী প্রকৃতির ‘রং রোড: অধ্যায় আদুরী’।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৩ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৩ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৫ ঘণ্টা আগে