Ajker Patrika

রহস্য জাগানিয়া টিজারে প্রশংসা কুড়াচ্ছে ‘দেয়ালের দেশ’

রহস্য জাগানিয়া টিজারে প্রশংসা কুড়াচ্ছে ‘দেয়ালের দেশ’

সরকারি অনুদানে নির্মাতা মিশুক মনি বানিয়েছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। আজ শনিবার বিকেলে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। ৫৬ সেকেন্ডের টিজারে চিত্রায়ণ, গল্পের রহস্যময় প্লট, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে অভিনয় প্রশংসা কুড়াচ্ছে।

তবে সিনেমাটির টিজারে গল্প নিয়ে কোনো আভাস রাখেননি নির্মাতা। শরিফুল রাজের চরিত্রটি রহস্য জাগানিয়া। প্রেমিক, নাকি আততায়ী সে প্রশ্নেই যেন শেষ হয়েছে টিজার।

এদিকে টিজারে শবনম বুবলীকে এক দৃশ্যে যেমন দেখা গেছে লাল শাড়ি পরা কনে রূপে, তেমনি লাশ হয়ে হিমাগারেও একটি দৃশ্যে দেখা গেছে তাঁকে।

টিজারের দৃশ্যে শরিফুল রাজ ও বুবলী। ছবি: টিজার থেকেউল্লেখ্য, সিনেমাটির মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন—শরিফুল রাজ ও শবনম বুবলী। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নির্মাতা মিশুক মনির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনি।

শরিফুল রাজ-শবনম বুবলী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমাপ্তি মাসুক, স্বাগতা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত