Ajker Patrika

বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৮: ১০
বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া

বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রেমিক রনির সঙ্গে বাগদানের তিন বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমনটাই জানান নায়িকা। 

ফারিয়া লেখেন, ‘আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি।’ 

 অভিনেত্রী নুসরাত ফারিয়াসাত বছর প্রেমের পর ২০২০ সালের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন ফারিয়া। এরপর ওই বছরের ৮ জুন এক ফেসবুক স্ট্যাটাসে তথ্যটি নিশ্চিত করেন ফারিয়া। সেই ফেসবুক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম ২০২০ সালের মার্চে পরিপূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।’ 

২০২০ সালের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন ফারিয়াকয়েক মাস আগে নুসরাত ফারিয়া শেষ করেছেন টালিউডের সিনেমা ‘আবার বিবাহ অভিযান’-এর শুটিং। এতে তাঁর সঙ্গে আছেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার ও সৌরভ দাস। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ সম্প্রতি মোশন পোস্টার প্রকাশ করে জানিয়েছে, আগামী মার্চেই মুক্তি পাবে ‘আবার বিবাহ অভিযান’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত