বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত ২ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান শাকিব খানের বন্ধু সাজেদুল হোসেন দিপু চৌধুরী। বন্ধুর মৃত্যুর সংবাদ শুনে শোকে বিহ্বল এই তারকা। প্রিয় বন্ধুকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না শাকিব। ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি লিখেছেন বন্ধুকে নিয়ে।
বন্ধু দিপুকে নিয়ে ফেসবুকে শাকিব খান লিখেছেন, ‘কোন শব্দে তোকে নিয়ে লিখব, কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাব ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে—এটাই নির্মম সত্য। কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে যাবি, সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।’
বন্ধুর মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে শাকিবের। তিনি লিখেছেন, ‘এই তো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের অ্যানিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামীতে কত কী করতে চাস—সেই সব স্বপ্নের কথা বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই, সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।’
শুটিংয়ের কারণে শাকিব খান দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকেন। ঠিক তেমনি বন্ধুর ব্যস্ততায় দুজনের দেখা না হলেও ঠিকই কথাবার্তা হতো। শাকিব খান লিখেছেন, ‘আমি যেখানে থাকতাম, কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি, কবে আসব, কবে দেখা হবে—কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে ‘দোস্ত’ বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।’
বন্ধুর চলে যাওয়ায় শাকিব স্বজন হারানোর শূন্যতা অনুভব করছেন। তিনি লিখেছেন, ‘যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি, সেটা বলে বোঝানোর উপায় নেই।’
বন্ধু দিপুর বিদেহী আত্মার শান্তি কামনায় শাকিব লিখেছেন, ‘বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কত বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি; সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যত দিন বেঁচে থাকব, তোকে খুব মিস করব রে দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।’
উল্লেখ্য, শাকিব খানের বন্ধু সাজেদুল হোসেন দিপু চৌধুরীর আরেক পরিচয়, তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ২ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান শাকিব খানের বন্ধু সাজেদুল হোসেন দিপু চৌধুরী। বন্ধুর মৃত্যুর সংবাদ শুনে শোকে বিহ্বল এই তারকা। প্রিয় বন্ধুকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না শাকিব। ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি লিখেছেন বন্ধুকে নিয়ে।
বন্ধু দিপুকে নিয়ে ফেসবুকে শাকিব খান লিখেছেন, ‘কোন শব্দে তোকে নিয়ে লিখব, কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাব ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে—এটাই নির্মম সত্য। কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে যাবি, সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।’
বন্ধুর মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে শাকিবের। তিনি লিখেছেন, ‘এই তো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের অ্যানিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামীতে কত কী করতে চাস—সেই সব স্বপ্নের কথা বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই, সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।’
শুটিংয়ের কারণে শাকিব খান দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকেন। ঠিক তেমনি বন্ধুর ব্যস্ততায় দুজনের দেখা না হলেও ঠিকই কথাবার্তা হতো। শাকিব খান লিখেছেন, ‘আমি যেখানে থাকতাম, কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি, কবে আসব, কবে দেখা হবে—কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে ‘দোস্ত’ বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।’
বন্ধুর চলে যাওয়ায় শাকিব স্বজন হারানোর শূন্যতা অনুভব করছেন। তিনি লিখেছেন, ‘যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি, সেটা বলে বোঝানোর উপায় নেই।’
বন্ধু দিপুর বিদেহী আত্মার শান্তি কামনায় শাকিব লিখেছেন, ‘বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কত বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি; সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যত দিন বেঁচে থাকব, তোকে খুব মিস করব রে দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।’
উল্লেখ্য, শাকিব খানের বন্ধু সাজেদুল হোসেন দিপু চৌধুরীর আরেক পরিচয়, তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১৫ মিনিট আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৫ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৭ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১০ ঘণ্টা আগে