তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টিকে ‘নোংরা ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, যা বলতেও রুচিতে বাঁধছে।’
আজ শনিবার গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে তাঁর সম্পর্ক আছে বলে ফেসবুকে ছড়িয়ে পড়া ফারজানা মুন্নির এক ফেসবুক পোস্টের জবাবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বুবলী।
বুবলী বলেন, ‘একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছুদিন ধরে। এখন আবার আমি যেই টিএম ফিল্মসের সঙ্গে “খেলা হবে” নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তাতেই এখন এখানে কিভাবে পরিবেশ নোংরা করবে সেই পাঁয়তারা চলছে।’
তাপস ও মুন্নির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বুবলী লিখেছেন, ‘টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাঁদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তাঁরা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল ও অত্যন্ত শিল্পমনা। তাপস ভাইয়ার আগে মুন্নি আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহের একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর করে পরামর্শ দিয়ে থাকেন। অনেক স্নেহ করেন আমাকে ভাইয়া আর আপু দুজনেই। আমার পরিবারের মতো অনেক গুরুত্বপূর্ণ অংশ তাঁরা। সেখানে আমাদের এত সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে, তাদের স্বার্থ হাসিল করতে চাইছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক।’
সবশেষে বুবলী বলেন, ‘আমরা শিল্পী মানুষ। আমাদের কাজগুলো শৈল্পিক। তাই ক্রিয়েটিভিটি নিয়ে শুটিংয়ে সময় দেওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এসব নোংরা গ্রুপ বা হ্যাকার বা ট্রলারদের নিয়ে ভেবে সময় নষ্ট করার থেকে।’
শনিবার ভোর থেকে ফারজানা মুন্নির এক ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে। তাতে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে। পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
বেলা সাড়ে ৩টার দিকে আরেক ফেসবুক পোস্টে তাপসের স্ত্রী এবং গানবাংলা ও টিএম নেটওয়ার্কের চেয়ারপারসন ফারজানা মুন্নি জানান, তাঁর আইডি হ্যাক করে এই কাজ করা হয়েছে।
মুন্নি লিখেছেন, ‘আপনারা অনেকেই গত রাতে আমার প্রোফাইলে একটি স্ট্যাটাস দেখেছেন। আমার ফেসবুক হ্যাক করা হয়েছিল।প্রোফাইলের নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছুটা সময় লেগেছে। এখন সবকিছু ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’
তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টিকে ‘নোংরা ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, যা বলতেও রুচিতে বাঁধছে।’
আজ শনিবার গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে তাঁর সম্পর্ক আছে বলে ফেসবুকে ছড়িয়ে পড়া ফারজানা মুন্নির এক ফেসবুক পোস্টের জবাবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বুবলী।
বুবলী বলেন, ‘একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছুদিন ধরে। এখন আবার আমি যেই টিএম ফিল্মসের সঙ্গে “খেলা হবে” নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তাতেই এখন এখানে কিভাবে পরিবেশ নোংরা করবে সেই পাঁয়তারা চলছে।’
তাপস ও মুন্নির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বুবলী লিখেছেন, ‘টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাঁদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তাঁরা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল ও অত্যন্ত শিল্পমনা। তাপস ভাইয়ার আগে মুন্নি আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহের একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর করে পরামর্শ দিয়ে থাকেন। অনেক স্নেহ করেন আমাকে ভাইয়া আর আপু দুজনেই। আমার পরিবারের মতো অনেক গুরুত্বপূর্ণ অংশ তাঁরা। সেখানে আমাদের এত সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে, তাদের স্বার্থ হাসিল করতে চাইছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক।’
সবশেষে বুবলী বলেন, ‘আমরা শিল্পী মানুষ। আমাদের কাজগুলো শৈল্পিক। তাই ক্রিয়েটিভিটি নিয়ে শুটিংয়ে সময় দেওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এসব নোংরা গ্রুপ বা হ্যাকার বা ট্রলারদের নিয়ে ভেবে সময় নষ্ট করার থেকে।’
শনিবার ভোর থেকে ফারজানা মুন্নির এক ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে। তাতে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে। পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
বেলা সাড়ে ৩টার দিকে আরেক ফেসবুক পোস্টে তাপসের স্ত্রী এবং গানবাংলা ও টিএম নেটওয়ার্কের চেয়ারপারসন ফারজানা মুন্নি জানান, তাঁর আইডি হ্যাক করে এই কাজ করা হয়েছে।
মুন্নি লিখেছেন, ‘আপনারা অনেকেই গত রাতে আমার প্রোফাইলে একটি স্ট্যাটাস দেখেছেন। আমার ফেসবুক হ্যাক করা হয়েছিল।প্রোফাইলের নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছুটা সময় লেগেছে। এখন সবকিছু ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১০ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
১০ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১১ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
১১ ঘণ্টা আগে