ট্রেলার ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ডিরেক্টর ও কো–ফাউন্ডার মহেন্দ্র সোনি।
তুফান সিনেমার অন্যতম এই প্রযোজক ফেসবুকে লিখেছেন, ‘ট্রেলার রেডি, গান রেডি! পরিচালক রায়হান রাফীর অনুমোদনের অপেক্ষায় আছি। তিনি বললেন, “মুক্তির আগে আর কিছুই দরকার নেই।” তা-ও শাহরিয়ার শাকিলকে (প্রযোজক) বলার পর উনি একটা পোস্টার দিতে রাজি হয়েছেন।’ পোস্টারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
তবে মহেন্দ্র সোনির এই পোস্ট ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই মনে করছেন, ট্রেলার মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত আবার ভেবে দেখা উচিত। একজন লিখেছেন, ‘সিনেমা ভালো বিজনেস করতে গেলে ট্রেলার ছাড়তেই হবে ঈদের আগে।’ আরেকজন লিখেছেন, ‘তার মানে ট্রেলার, আর গান আর আসছে না! তুফান কি শুধুই শাকিবিয়ানরা দেখবে?
সবার কাছে তুফান পৌঁছানোর জন্য এবং তাদের হলে আনার জন্য প্রচারণা আরও দরকার। কিন্তু তুফান টিম কোনো প্রচারণা আর করছে না। কেমন জানি হাইপ কমে যাচ্ছে।’
এর আগে গত দুই ঈদে ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয় শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ‘তুফান’ সিনেমার টিজার এবং ‘লাগে উরাধুরা’ ও ‘তুফান’ শিরোনামের দুটি গান। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা।
তুফানে শাকিবের নায়িকা হয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও টালিউডের মিমি চক্রবর্তী। ভিলেন হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবু।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
ট্রেলার ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ডিরেক্টর ও কো–ফাউন্ডার মহেন্দ্র সোনি।
তুফান সিনেমার অন্যতম এই প্রযোজক ফেসবুকে লিখেছেন, ‘ট্রেলার রেডি, গান রেডি! পরিচালক রায়হান রাফীর অনুমোদনের অপেক্ষায় আছি। তিনি বললেন, “মুক্তির আগে আর কিছুই দরকার নেই।” তা-ও শাহরিয়ার শাকিলকে (প্রযোজক) বলার পর উনি একটা পোস্টার দিতে রাজি হয়েছেন।’ পোস্টারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
তবে মহেন্দ্র সোনির এই পোস্ট ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই মনে করছেন, ট্রেলার মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত আবার ভেবে দেখা উচিত। একজন লিখেছেন, ‘সিনেমা ভালো বিজনেস করতে গেলে ট্রেলার ছাড়তেই হবে ঈদের আগে।’ আরেকজন লিখেছেন, ‘তার মানে ট্রেলার, আর গান আর আসছে না! তুফান কি শুধুই শাকিবিয়ানরা দেখবে?
সবার কাছে তুফান পৌঁছানোর জন্য এবং তাদের হলে আনার জন্য প্রচারণা আরও দরকার। কিন্তু তুফান টিম কোনো প্রচারণা আর করছে না। কেমন জানি হাইপ কমে যাচ্ছে।’
এর আগে গত দুই ঈদে ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয় শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ‘তুফান’ সিনেমার টিজার এবং ‘লাগে উরাধুরা’ ও ‘তুফান’ শিরোনামের দুটি গান। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা।
তুফানে শাকিবের নায়িকা হয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও টালিউডের মিমি চক্রবর্তী। ভিলেন হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবু।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
হিমি অভিনীত ১০৯টি নাটকের ভিউ পার করেছে ১ কোটি ভিউয়ের মাইলফলক। এর আগে বাংলাদেশের কোনো অভিনেত্রীর এত নাটক ১ কোটি ভিউ ছুঁতে পারেনি।
৩ ঘণ্টা আগে২৭ এপ্রিল চেন্নাইয়ে কনসার্ট করার কথা ছিল অরিজিতের। শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি। তবে পেহেলগামে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ।
৩ ঘণ্টা আগেমস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। আজ বৃহস্পতিবার মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগেদেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১৬ ঘণ্টা আগে