‘লাপাতা লেডিজ’ অস্কারে না পাঠানোর প্রতিক্রিয়া জানালেন নির্মাতা কিরণ

অনলাইন ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ২৯
Thumbnail image
‘লাপাতা লেডিজের’ নির্মাতা কিরণ রাও

এবারে বিশ্বমানের অন্যতম সেরা পুরস্কার অস্কারে পাঠানো হয়নি আমির খান ও কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিজ’। এ খবরে নানা আলোচনা বিশ্লেষণ চলছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এরই মধ্যে নিজের নির্মিত সিনেমা নিয়ে বার্তা দিয়েছেন কিরণ। জানালেন হতাশার কথা।

শুধু পরিচালনা নয় আমির খান, জ্যোতি দেশ পাণ্ডের পাশাপাশি ‘লাপাতা লেডিজ’ সিনেমার প্রযোজনাতেও অংশীদার কিরণ রাও। গতকাল বুধবার পুরো টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে কিরণ লেখেন, ‘এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের শর্টলিস্টে লাপাতা লেডিজ জায়গা করে নিতে পারেনি, আমরা অবশ্যই হতাশ। তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও বটে।’

এত দূর পৌঁছানোর জন্য অ্যাকাডেমির (অস্কার কমিটি) সদস্য ও ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার জ্যুরিদের ধন্যবাদ দেন কিরণ। একই সঙ্গে গোটা টিমের পক্ষ থেকে ছবির দর্শকদের ধন্যবাদ দেন তিনি। যে ১৫টি ছবি অস্কারের সেরা আন্তর্জাতিক সিনেমার ক্যাটাগরিতে শর্টলিস্টেড হয়েছে তাদের শুভকামনা জানিয়ে কিরণ লেখেন, ‘আমাদের কাছে এটাই শেষ কথা নয়, বরং একধাপ এগিয়ে যাওয়া। এমনভাবেই আমরা আরও বলিষ্ঠ গল্প নিয়ে আসব আর সারা বিশ্বের দর্শকদের তা জানাব।’

প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি।

কিন্তু সে বছর এই পুরস্কার পায় ‘নো ম্যানস ল্যান্ড’। ‘লাগান’ ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত