Ajker Patrika

তিন বছর পর ওটিটিতে অপূর্বর সঙ্গে ফারিণ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১২: ১১
তিন বছর পর ওটিটিতে অপূর্বর সঙ্গে ফারিণ

২০২১ সালে এক সাইলেন্ট কিলারের গল্প নিয়ে তৈরি হয়েছিল ওয়েব ফিল্ম ‘ট্রল’। এতে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর নতুন ওয়েব কনটেন্টে যুক্ত হলেন অপূর্ব ও ফারিণ। কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে একসঙ্গে অভিনয় করবেন তাঁরা। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েব ফিল্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অপূর্ব বলেন, ‘অনেক দিন পর অমির সঙ্গে কাজ হচ্ছে। এ ছাড়া তিন বছর হয়ে গেছে ওটিটিতে ফারিণের সঙ্গেও কোনো কাজ নেই। সবমিলিয়ে হাউ সুইট নিয়ে আমি খুব আশাবাদী। গল্পটি শোনার পর খুব একসাইটেড। অমির আগের কাজগুলো দেখে দর্শক যেমন উপভোগ করেছে এবারও তেমনটা হবে।’

2তাসনিয়া ফারিণ বলেন, ‘অমি ভাইয়ের পরিচালনায় অনেক কাজ হয়েছে আমার। এ ছাড়া অপূর্ব ভাইয়ের সঙ্গেও অনেক নাটকে অভিনয় করেছি। তবে ওটিটিতে এটি আমাদের দ্বিতীয় কাজ। আশা করছি হাউ সুইটের মাধ্যমে নতুনভাবে দর্শক আমাদের দেখবে।’

এখনই গল্প নিয়ে কিছু জানাতে চান না​ নির্মাতা অমি। তিনি বলেন, ‘গল্পটা এখন সিক্রেট থাকুক। আমার মনে হয় যে, যেদিন এটা রিলিজ পাবে তখনই দেখেন। আশা করি, ভালোবাসার একটা আবেশ পাওয়া যাবে।’

আগামী নভেম্বরে শুরু হবে হাউ সুইটের শুটিং। ঢাকা, বরিশাল এবং দেশের ভেতরকার কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে শুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। জানা গেছে সিনেমায় থাকবে একটি রোমান্টিক ও একটি আইটেম গান। ফারিণ নয়, আইটেম গানে দেখা যাবে অতিথি শিল্পীকে। আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে মুক্তি পাবে হাউ সুইট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত