Ajker Patrika

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় শান্তিতে ছিলাম: বাঁধন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৬: ২৪
আজিমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
আজিমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।

ফেসবুকে বাঁধন লেখেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! আমি এখনো এখানেই আছি। এখনো আমার মায়ের বাড়িতেই থাকি, আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে।’

তিনি আরও লেখেন, ‘আমার নিজস্ব একটি মন আছে। আমি যে পথে হেঁটেছি, তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার। আমি আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার এই বেড়ে ওঠাকে সম্মান করি। আমার প্রতিটি সাফল্য নিজে অর্জন করেছি। অন্যের মন্তব্য আমাকে বিচলিত করে না। আমি জানি আমি কে এবং এখানে পৌঁছানোর জন্য কী করেছি।’

সবশেষে বাঁধন লেখেন, ‘কোনো অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা। প্রতিটি পদক্ষেপ গল্পের অংশ, যা আজকের আমাকে তৈরি করেছে। সামনেও এই দৃঢ়তা নিয়ে এগিয়ে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত