এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮: ১৬
‘দ্য সিক্স ট্রিপল এইট’ সিনেমার দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

⊲ ২ষ-ওয়াক্ত (বাংলা সিরিজ)

  • অভিনয়: অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান
  • মুক্তি: ১৯ ডিসেম্বর, চরকি
  • গল্পসংক্ষেপ: ভিন্ন ভিন্ন সময়ে পাঁচ অপরাধীর পাঁচ ধরনের পরিণতি নিয়ে সাজানো হয়েছে ওয়াক্তের গল্প। পাঁচজনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতির গল্প দেখা যাবে এতে।

⊲ মুনওয়াক (হিন্দি সিরিজ)

  • অভিনয়: আনশুমান পুশকার, সমীর কুচার, নিধি সিং
  • মুক্তি: ২০ ডিসেম্বর, জিও সিনেমা
  • গল্পসংক্ষেপ: রামপুর নামের একটি ছোট্ট শহরে থাকে চাঁদনী নামের মিষ্টি এক মেয়ে। তার প্রেমে পাগল তারিক পাণ্ডে ও ম্যাডি শর্মা। পেশায় দুজনেই চোর। তারিকের ভাষ্য, চুরি একটি বিরাট শিল্প, আর এই শিল্পের একজন দক্ষ শিল্পী সে। আইনজীবী থেকে শুরু করে আদালতের বিচারক পর্যন্ত—সবাই চেনে তাকে। অন্যদিকে, নানা ছলচাতুরী আর বুদ্ধি খাটিয়ে চুরি করে বলে নিজেকে সিনেমার কন আর্টিস্ট বলে দাবি করে ম্যাডি। তার ভাষ্য, সে যে কাজ করে, তা নিয়ে সিনেমা তৈরি হয়। দুজনেই যখন চাঁদনীর মন জয় করতে দিশেহারা, তখন চাঁদনী ঘোষণা দেয়, যে সবচেয়ে দামি জিনিসটা চুরি করতে পারবে, চাঁদনী হবে তার।

⊲ দ্য সিক্স ট্রিপল এইট (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: কেরি ওয়াশিংটন, মিলনা জ্যাকসন, ইবনি অবসিডিয়ান
  • মুক্তি: ২০ ডিসেম্বর, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: ৬৮৮৮ হলো নারীদের নিয়ে গঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেন্ট্রাল পোস্টাল ডিরেক্টরি ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নের সদস্য ছিল ৮৫৫ জন। এদের সবাই ছিল নারী এবং কৃষ্ণাঙ্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। অথচ এই ব্যাটালিয়নের সদস্যরা মাত্র তিন মাসে সৈনিকদের ১ কোটি ৭০ লাখের বেশি চিঠি বাছাই করেছিল, পৌঁছে দিয়েছিল স্বজনদের কাছে। এই ব্যাটালিয়নের ভূমিকা নিয়েই তৈরি হয়েছে দ্য সিক্স ট্রিপল এইট।

⊲ ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস (ডকুমেন্টারি)

  • অভিনয়: হানি সিং
  • মুক্তি: ২০ ডিসেম্বর, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিংকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। উঠে এসেছে হানি সিংয়ের গানের মানুষ হয়ে ওঠার পেছনের গল্প, সাধনা আর সংগ্রামের কথা, স্বপ্নভঙ্গের কথা। তাঁকে নিয়ে বলেছেন পরিবারের সদস্যরা, বলেছেন অভিনেতা অমিতাভ বচ্চন, সালমান খানসহ অনেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত