Ajker Patrika

চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২২: ২১
চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসঘাতকতা ও মানহানির অভিযোগ এনেছেন পরিচালক হারুনুর রশীদ কাজল। আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দেন তিনি। নির্মাতার দাবি, চিত্রনায়ক রিয়াজের মিথ্যা ও অপপ্রচারের কারণে তাঁর সঙ্গে রংপুর কেমিক্যাল লি. প্রতিষ্ঠানের তিনটি বিজ্ঞাপন নির্মাণের চুক্তি বাতিল হয়ে যায়।

নির্মাতা কাজলের অভিযোগ, রংপুর কেমিক্যাল লিমিটেড (আরসিএল) একটি প্রতিষ্ঠানের তিনটি বিজ্ঞাপনের জন্য রিয়াজকে অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে সেই প্রতিষ্ঠানের সঙ্গে সখ্য তৈরি করে কাজলের নামে ‘মিথ্যা ও অপপ্রচার’ চালিয়ে কাজটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন তিনি। এর ফলে পরিচালক কাজলের প্রতিষ্ঠান ‘অ্যাড প্লাস’-এর সঙ্গে চুক্তি বাতিল করে রিয়াজের প্রতিষ্ঠান ‘পিংক ক্রিয়েশন লিমিটেড’-এর সঙ্গে নতুন চুক্তি করে আরসিএল। সেই চুক্তি মোতাবেক গতকাল শুক্রবার থেকে শুটিংও শুরু করেছেন রিয়াজ ও তাঁর টিম।

তাঁর দাবি, ‘চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণকাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি। সেই সঙ্গে জানাচ্ছি এমন কর্মকাণ্ড ও আমার মানসম্মান নষ্ট করার দায়ে রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন পরিচালক হারুনুর রশীদ কাজলঅভিযোগের বিষয়ে সংবাদমাধ্যমকে রিয়াজ বলেন, ‘বিজ্ঞাপনের জন্য ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমার চুক্তি হয়েছিল। সেই সুবাদে তিনি (কাজল) আমার বাসায় এসেছিলেন। পরবর্তীকালে তার সঙ্গে কোম্পানির কী হয়েছে, তা আমি জানি না। তারা পরিচালক পরিবর্তন করেছে, এর এখতিয়ার তাদের আছে কি না, সেটা আমার জানার বিষয়ও না। আমি শুধু শিল্পী হিসেবে কাজ করছি।’

রিয়াজ আরও বলেন, ‘কিন্তু সম্প্রতি তিনি (কাজল) প্রেস কনফারেন্স করছেন, নানান রকম মন্তব্য করছেন, কেন করছেন তা আসলে আমার বোধগম্য না। তিনি নানা রকম মনগড়া কাহিনি বলছেন, কেন এমনটা করছেন, এর পেছনে কোনো চক্র আছে কি না, এসব জানার জন্য আসলে আইনের আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সেদিকেই আগাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত